শেখ মুজিবের গ্রেফতারের নিন্দা
পূর্ব পাকিস্তান বিরােধীদলীয় নেতৃবৃন্দ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমান ও তাঁহার দুইজন সহকর্মীকে গ্রেফতারের নিন্দা করিয়াছেন। তাঁহারা এই গ্রেফতারকে চিন্তার স্বাধীনতা ও বাক-স্বাধীনতার প্রতি নয়া আঘাত বলিয়া অভিহিত করিয়াছেন।
নুরুল আমীন জাতীয় পরিষদে বিরােধী দলীয় নেতা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট চেয়ারম্যান জনাব নুরুল আমীন রাজনৈতিক বিরােধীদের বিরুদ্ধে পাকিস্তান রক্ষা আইন ব্যবহার করায় দুঃখ প্রকাশ করেন। তিনি গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে অবলিম্বে মুক্তিদানের দাবী জানান।
ফরিদ আহমদ। মৌলবী ফরিদ আহমদ শেখ মুজিব ও অন্যান্য নেতৃবর্গকে অবিলম্বে মুক্তিদানের দাবী জানান। তিনি বলেন, নেতৃবর্গকে কারাগারে নিক্ষেপ করিয়া কোন। আন্দোলনকে দাবাইয়া রাখা যায় না।
মাহমুদ আলী
জনাব মাহমুদ আলী উক্ত গ্রেফতারকে স্বেচ্ছাচারিতা, অন্যায় ও নীতিবহির্ভূত কাজ বলিয়া আখ্যায়িত করিয়াছেন।
Reference: দৈনিক পাকিস্তান, ১১ মে ১৯৬৬