You dont have javascript enabled! Please enable it! 1972.10.31 | দ্রুত বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সুনাম অক্ষুন্ন রাখুন- চীনের প্রতি মওলানা ভাসানী | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দ্রুত বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সুনাম অক্ষুন্ন রাখুন- চীনের প্রতি মওলানা ভাসানী

ন্যাশনাল আওয়ামী পার্টির প্রেসিডেন্ট মওলানা আবদুল হামিদ খান ভাসানী গত সোমবার চীনকে সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরামর্শ দেন। তিনি বলেন যে, আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের সুনামে যে ক্ষতি হয়েছে তা পূরণের একমাত্র পথ হচ্ছে-এটা অর্থাৎ বাংলাদেশকে স্বীকৃতি দেয়া। সোমবার অপরাহ্নে ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে এক বক্তৃতা দান প্রসঙ্গে মওলানা উক্ত মন্তব্য করেন। তিনি বলেন যে, বিশ্বের এবং বাংলাদেশের নিপীড়িত জনগণের প্রতি চীন যথার্থ সহানুভূতিশীল কিনা তা প্রমাণের একমাত্র পথ হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দেয়া। তিনি আরও বলেন যে, বাংলাদেশকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র যে বিলম্ব করেছে, তা দু’দেশেরই স্বার্থের পরিপন্থী হয়েছে।১২৯

রেফারেন্স: ৩১ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ