You dont have javascript enabled! Please enable it! 1972.10.31 | পার্বত্য চট্টগ্রামে এখনও বহু রাজাকার আলবদর ও পাঞ্জাবি সৈন্য লুকিয়ে আছে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

পার্বত্য চট্টগ্রামে এখনও বহু রাজাকার আলবদর ও পাঞ্জাবি সৈন্য লুকিয়ে আছে

রাঙ্গামাটি। বাংলাদেশ আওয়ামী লীগের পার্বত্য চট্টগ্রাম শাখার সহ সভাপতি জনাব সৈয়দর বহমান চৌধুরী ও রাঙ্গামাটি শহর আওয়ামী লীগের সভাপতি হাজী নোয়াল মিয়া অভিযোগ করেন সে বহুসংখ্যক রাজাকার, আলবদর, আলশামস এবং কিছু সংখ্যক পাঞ্জাবি সৈন্য পার্বত্য চট্টগ্রাম জেলা বিভিন্ন অংশে লুকিয়ে আছে। পত্রিকায় প্রদত্ত এ যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় এসব বেআইনী সংস্থাকে দমনকল্পে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট দাবি করেন। এসব সংস্থা আরও কিছু সংস্থার। সহায়তায় আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে নস্যাৎ করার চেষ্টা করছে বলে নেতৃদ্বয় অভিযোগ করেন। ১০০

রেফারেন্স: ৩১ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ