বাংলাদেশকে জাতিসংঘভুক্তির সুপারিশ করে সাধারণ পরিষদে যুগোশ্লাভিয়ার প্রস্তাব উত্থাপনের উদ্যোগ
জাতিসংঘ। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভে সাধারণ পরিষদের শুভেচ্ছা আদায়ের উদ্দেশ্যে যুগোশ্লাভিয়া নরম সুরে একটি প্রস্তাবের খসড়া রচনা করছেন। কিন্তু সাধারণ পরিষদ যাই করুক না। কেন, উপমাহাদেশের পরিবেশ পরিবর্তিত না হওয়া পর্যন্ত গণচীন বাংলাদেশকে বিশ্ব সংস্থার বাইরে রাখার জন্য কৃতসংকল্প। উল্লেখযোগ্য যে, গণচীন ২৫ আগষ্ট তারিখে নিরাপত্তা পরিষদে বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রয়োগ করছে। যুগোশ্লাভিয়ার খসড়া প্রস্তাবটি গতকাল প্রতিনিধি দলের মধ্যে বেসরকারিভাবে বিলি করা হয়। “শীঘ্রই বাংলাদেশকে জাতিসংঘে গ্রহণ করা হবে বলে খসড়া প্রস্তাবে আকাক্সক্ষা প্রকাশ করা হয়।১২৪
রেফারেন্স: ৩০ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ