You dont have javascript enabled! Please enable it! 1972.10.29 | বাংলাদেশ চীন ও পাকিস্তানের বন্ধুত্ব কামনা করে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ চীন ও পাকিস্তানের বন্ধুত্ব কামনা করে

বেলগ্রেড। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুস সামাদ বলেন যে, তার দেশ চীনের সাথে বন্ধুত্ব এবং পাকিস্তানের সাথে সমঝোতা কামনা করে। গতরাত্রে এক সাংবাদিক সম্মেলনে তিনি আশা প্রকাশ করেন যে, জাতিসংঘভুক্তির জন্য তার দেশের আবেদন সন্তোষজনক ফললাভ করবে। কারণ, জাতিসংঘের অধিকাংশ দেশই বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের প্রথম আবেদনের ব্যাপারে চীন ভোট প্রয়োগ করেছে। তিনি বলেন, চীনের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের বন্ধুত্বের হাত সম্প্রসারণ করেছি। তিনি আশা প্রকাশ করেন যে, পাকিস্তান বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিয়ে স্বীকৃতি প্রদান করবে। তিনি সমমর্যাদার ভিত্তিতে ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সম্মেলনের আহ্বান জানান।১২০

রেফারেন্স: ২৯ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ