সোনার বাংলা গড়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করুন
কুমিল্লা। তথ্য ও বেতার মন্ত্রী জনাব মিজানুর রহমান চৌধুরী আজ এখানে বলেন যে, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের প্রকৃষ্ট পন্থা হলো বঙ্গবন্ধুর বিঘোষিত চার নীতির ভিত্তিতে দেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলা। তিনি কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত শহীদ শামসুল হক ও শহীদ কবির উদ্দিন স্মৃতি ফুটবল শিল্ডের ফাইনাল খেলায় প্রধান অতিথী হিসাবে ভাষণদান করেছিলেন। ঢাকার ফায়ার সার্ভিস ও কুমিল্লার ইয়ং সোসাইটি এই খেলায় অংশগ্রহণ করে। জনাব শামসুল হক ও জনাব কবির উদ্দিন যথাক্রমে কুমিল্লার ডিসি এবং এস, পি, ছিলেন। মুক্তিযুদ্ধের সাড়ে সাত কোটি বাঙালির পক্ষ সমর্থন করায় পাকিস্তান হানাদারবাহিনী তাদের নিষ্ঠুরভাবে হত্যা করে। তথ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে, জাতির বৃহত্তম স্বার্থে এই দুইজন অফিসারের আত্মত্যাগ সরকারি চাকুরিজীবীদের জন্য আদর্শ হয়ে থাকবে। তিনি সরকারি কর্মচারীদের পুরাতন মানসিকতা পরিবর্তন করে জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।১১৪
রেফারেন্স: ২৭ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ