You dont have javascript enabled! Please enable it! 1972.10.27 | সিরাজগঞ্জ শহর রক্ষার জন্য সবকিছুই করা হবে-বঙ্গবন্ধু | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

সিরাজগঞ্জ শহর রক্ষার জন্য সবকিছুই করা হবে-বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দৃঢ় আশ্বাস দিয়েছেন যে, যমুনা নদীর ভাঙ্গনের হাত থেকে সিরাজগঞ্জ শহরটিকে রক্ষা করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার দুই সদস্যের একটি প্রতিনিধিদলের সাথে কথা বার্তা বলাকালে প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন। সিরাজগঞ্জের এম , সি , এ সৈয়দ হায়দার আলীর নেতৃত্বে এই প্রতিনিধিদলটির অপর সদস্য ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন রতু। যমুনার ভাঙ্গনের দরুণ সিরাজগঞ্জ শহরটি বিলুপ্ত হওয়ার বিপদ দেখা দেওয়ায় যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সে সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করার উদ্দেশ্যে সকালে তারা পরিষদ ভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। জনাব আলী পরে এনার নিকট এই তথ্য প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী এ ব্যাপারে গভীর আগ্রহ দেখিয়েছেন এবং জানিয়েছেন যে, সরকার পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ সজাগ। তিনি আরও জানান, সরকারের শহর সংরক্ষণ পরিকল্পনাগুলোর উল্লেখ করে বঙ্গবন্ধু বলেছেন যে, যমুনার ভাঙ্গনের হাত থেকে সিরাজগঞ্জ শহরটিকে রক্ষা করার জন্য সম্ভাব্য সবকিছু করা হবে।১১১

রেফারেন্স: ২৭ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ