You dont have javascript enabled! Please enable it! 1972.10.22 | আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় দশটি সংশোধনী প্রস্তাব বিবেচনা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় দশটি সংশোধনী প্রস্তাব বিবেচনা

রবিবার সকালে গণপরিষদ ভবনে কমিটি কক্ষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যদের নিকট থেকে প্রাপ্ত খসড়া সংবিধানের সংশোধনী প্রস্তাবসমূহ সম্পর্কে এই সভায় আলোচনা করা হয়। গণপরিষদ ভবনে রুদ্ধদ্বার কমিটির কক্ষে তিন ঘণ্টাকাল স্থায়ী সংসদীয় দলের বৈঠককে সদস্যদের নিকট থেকে প্রাপ্ত সংশোধনীয় প্রস্তাবসমূহের মধ্যে দশটি সংশোধনীয় প্রস্তাব গ্রহণের জন্য সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সংসদীয় দলের চীফ হুইফ জনাব শাহ মোয়াজ্জেম হোসেন অপেক্ষমান। সাংবাদিকদের নিকট একথা প্রকাশ করেন। তিনি আরো জানান যে, সোমবার বিকাল ৪টায় পুনরায় একই স্থানে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। খসড়া সংবিধানের সংশোধনী প্রস্তাব পরীক্ষার উপকমিটি কর্তৃক বাছাইকৃত এবং সুপারিশকৃত সংশোধনী প্রস্তাবসমূহ আজকের বৈঠকে আলোচনা করা হয়। সংসদীয় দলের চীপ হুইফ জনাব শাহ মোয়াজ্জেম হোসেন জানান যে, গত চারদিনে উপকমিটি প্রায় ৭৫টি সংশোধনী প্রস্তাব পরীক্ষা এবং বাছাই করতে সক্ষম হয়েছে। উপকমিটি সংশোধনী প্রস্তাব সমূহকে বাছাই করার প্রাথমিক কাজ সম্পন্ন করেছে। অন্যান্য সংশোধনী প্রস্তাব সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারেও উপকমিটি সংসদীয় দলকে সাহায্য করবে। তিনি আরও জানান যে, যেসব সংশোধনী প্রস্তাব গ্রহণযোগ্য নয় সেসব সংশোধনী প্রস্তাবগুলিও উপকমিটি সংসদীয় দলের বৈঠকে পেশ করা হয়েছে।
বৈঠকে ১৫৩ অনুচ্ছেদ বিশিষ্ট খসড়া সংবিধান বিলের ২৫ অনুচ্ছেদ পর্যন্ত পর্যালোচনা সম্পন্ন হয় বলে জানা যায়। অদ্যকার বৈঠকে অন্যান্য অনুচ্ছেদ সম্পর্কে বিশদ আলোচনা শুরু হবে।৯২

রেফারেন্স: ২২ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ