সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ ভাষণ
বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আগামি ১৬ ডিসেম্বর হানাদারবাহিনীর হিংস্র কবল হতে মুক্তি লাভের প্রথম জাতীয় বিজয় উৎসব বার্ষিকী উৎ্যাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে এই দিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে এক গণসমাবেশের আয়োজন করা হবে। জাতির জনক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উক্ত গণসমাবেশে দেশের সংবিধান, প্রথম সাধারণ নির্বাচন এবং বিভিন্ন জাতীয় বিষয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দান করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান রবিবার সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেন।
প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য যে, ১৯৭১ সালে ২৫ মার্চের কালো রাত হতে ১৫ ডিসেম্বর পর্যন্ত হানাদার পাকিস্তানি জল্লাদবাহিনী বাংলাদেশের নিরস্ত্র গণমানুষের ওপর ইতিহাসের এক নজিরবিহীন মর্মান্তিক হত্যাযজ্ঞ, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, লুট করার এবং এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাবার পর বাংলার অগ্নি সন্তান মুক্তিবাহিনীর প্রচন্ড ও দুর্বার আক্রমণে পর্যুদস্ত হয়ে শোচনীয় ও গ্লানিকর পরাজয়ের মুখে ১৬ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান এ জাতীয় বিজয় উৎসব দিবসকে সফল করে তোলার জন্য দেশের সর্বস্তরের জনসাধারণ, বিশেষ করে আওয়ামী লীগের কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।৯৩
রেফারেন্স: ২২ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ