You dont have javascript enabled! Please enable it! 1972.10.21 | সাধারণ নির্বাচনে সংবিধান সম্পর্কে জনমত যাচাই হবে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

সাধারণ নির্বাচনে সংবিধান সম্পর্কে জনমত যাচাই হবে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান বলেন যে, পরিষদে গণপ্রতিনিধিদের দ্বারা গৃহীত হওয়ার পর সংবিধান অনুমোদনের জন্য তা জনগণের সামনে পেশ করা হবে। শনিবার বার্তা সংস্থা এনার সঙ্গে আলাপ আলোচনাকালে তিনি বলেন যে, সংবিধান পরিষদে অনুমোদিত হওয়ার পর আওয়ামী লীগ সংবিধান জনগণ কর্তৃক গৃহীত হওয়া বা না হওয়া প্রশ্নে নির্বাচনে সমর্থ হবে। তিনি বলেন, আমরা যদি নির্বাচনে জয়লাভ করি তার অর্থ হবে যে, দেশের জনগণ সংবিধান গ্রহণ করেছেন। তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেন যে, বঙ্গবন্ধু প্রদত্ত সংবিধান সর্বদাই জনগণ কর্তৃক গৃহীত হবে। কারণ তারা নেতাকে এই ব্যাপারে ম্যান্ডেট দিয়েছেন। সংবিধানের কোনো কোনো ধারার প্রশ্নে মওলানা ভাসানীর ‘অসংলগ্ন উক্তির সমালোচনা করে জনাব জিল্লুর রহমান বলেন যে, মওলানা সাহেব খসড়া সংবিধান আগাগোড়া পাঠ করেন নাই। নতুবা তিনি সাধারণ মানুষের মতো কথা বার্তা বলতে পারতেন না। তিনি মওলানা ভাসানীকে সংবিধানের খসড়া পাঠ করে পরে মন্তব্য করতে অনুরোধ করেন। তিনি বলেন যে, খসড়া সংবিধানে কৃষক শ্রমিকের আনুপাতিক প্রতিনিধিত্ব ছাড়াও তাতে জনগণের আশা আকাঙ্ক্ষারও পূর্ণ প্রতিফলন ঘটিয়েছেন। তিনি আরো বলেন, তাদের প্রত্যেকের জন্য অন্ন, বস্ত্র ও আশ্রয়ের নিশ্চয়তা বিধান করা হয়েছে এবং শোষণমুক্ত নতুন সমাজ ব্যবস্থা কয়েমেরও প্রতিশ্রুতি রয়েছে।৮৯

রেফারেন্স: ২১ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ