You dont have javascript enabled! Please enable it!

জাতীয় পরিষদের স্বতন্ত্র দলীয় সদস্য আলীম আল-রাজীর বিবৃতি

গতকল্য মঙ্গলবার পাকিস্তান জাতীয় পরিষদের স্বতন্ত্র দলীয় সদস্য ডক্টর আলীম আল-রাজী এক বিবৃতিতে দেশরক্ষা আইন মােতাবেক জনাব শেখ মুজিবর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দের গ্রেফতারকে সরকার কর্তৃক ক্ষমতার “যথেচ্ছ অপব্যবহার বলিয়া অভিহিত করেন। তিনি বলেন, শান্তিপূর্ণ ও শাসনতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে মতামত প্রকাশ একটা স্বাধীন দেশের প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার।
সম্প্রতি যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির মােকাবেলায় পাকিস্তান দেশরক্ষা আইন সাধারণব্যবস্থার একটি ব্যতিক্রম মাত্র। তাই শান্তিপূর্ণ সময়ের বিরুদ্ধে রাজনৈতিক নেতৃবৃন্দ অথবা দলের বিরুদ্ধে এই আইন প্রয়ােগ মােটেই বাঞ্ছনীয় নয়।

এই ধরনের ব্যবস্থা কখনােই জাতীয় স্বার্থকে জোরদার করিবে না। ডক্টর রাজী অবিলম্বে দেশরক্ষা আইনে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবী করেন।

Reference: আজাদ, ১১ মে ১৯৬৬

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!