শেখ মুজিবের সিলেট যাত্রা
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমান, সাধারণ সম্পাদক জনাব তাজুদ্দিন আহমদ, প্রচার সম্পাদক জনাব আবদুল মােমেন, সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান চৌধুরী এম. এন. এ. কোষাধ্যক্ষ জনাব নুরুল ইসলাম চৌধুরী এবং সমাজকল্যাণ সম্পাদক জনাব ওবায়দুর রহমান সমভিব্যহারে আজ(বৃহস্পতিবার) রাত্রে সিলেট মেলযােগে সিলেট রওয়ানা হইবেন। শেখ মুজিব আগামীকাল (শুক্রবার) সিলেট সদরের এস. ডি. ও-র আদালতে স্বীয় মামলায় ব্যাপারে হাজির থাকিবেন।
আগামীকাল বিকালে শেখ মুজিব এবং অন্যান্য আওয়ামী লীগ নেতা সিলেটে এক জনসভায় বক্তৃতা করিবেন।
শেখ সাহেব সদলবলে ৭ই মে সকালে ঢাকা প্রত্যাবর্তন করিবেন। ঢাকা প্রত্যাবর্তনের অব্যবহিত পরেই শেখ মুজিবর রহমান, জনাব তাজুদ্দিন আহমদ এবং জনাব আবদুল মােমেন সমভিব্যহারে মােটরগাড়িযােগে ময়মনসিংহ রওয়ানা হইবেন। তথায় তিনি তাহার বিরুদ্ধে রুজুকৃত মামলার ব্যাপারে এস. ডি. ও-র আদালতে হাজির হইবেন। ঐদিন সন্ধ্যায়ই তিনি ঢাকা প্রত্যাবর্তন করিবেন।
রবিবার ওয়ার্কিং কমিটির সভা
পূর্ব ঘােষণা অনুযায়ী আগামী রবিবার সকাল সাড়ে ৮ টায় শেখ মুজিবর রহমানের বাসভবনে (৬৭৭, ধানমন্ডি আবাসিক এলাকা, ৩২ নং রােডে) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হইবে। সভার নােটিস সকল সদস্যকে যথাসময়ে প্রেরণ করা হইয়াছে। জাতীয় ও প্রাদেশিক পরিষদের আওয়ামী লীগ দলীয় সদস্যগণকে সভায় যােগ দিতে আমন্ত্রণ জানানাে হইয়াছে।
Reference: দৈনিক ইত্তেফাক, ৫ মে ১৯৬৬