You dont have javascript enabled! Please enable it!

শেখ মুজিবের হয়রানীর নিন্দা

যশাের, ২রা মে—সম্প্রতি অত্র জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যশাের মিউনিসিপাল আওয়ামী লীগ কর্মীদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। মওলানা আব্দুর। রাজ্জাক চিশতী সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে গৃহীত এক প্রস্তাবে প্রাদেশিক আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবর রহমানের অহেতুক হয়রানি ও নির্যাতনের তীব্র নিন্দা করিয়া তাহার বিরুদ্ধে দায়েরকৃত সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানানাে হয়। অপর এক প্রস্তাবে যশাের পৌর এলাকা ও মফস্বলে বসন্ত ও কলেরা রােগের মহামারী পরিস্থিতির আশঙ্কাজনক অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং বসন্তরােগে সমগ্র জেলার মৃত্যুহার সম্পর্কে প্রকৃত তথ্য গােপন রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিন্দা করা হয়। যশােরে খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্যও সভায় গভীর উদ্বেগ প্রকাশ করিয়া অবিলম্বে জেলার সর্বত্র পূর্ণ রেশনিং প্রথা প্রবর্তনের এই দাবী জানানাে হয়। পূর্বাহ্নে যশাের মিউনিসিপাল আওয়ামী লীগ কমিটি গঠিত হয়। জনাব নূর মােহাম্মদ সভাপতি মােঃ ইছহাক এল. এল. বি; এ. এফ. এম. নূরউদ্দিন এল. এল. বি. ও জনাব আলতাফ হােসেন (মােক্তার) সহ-সভাপতি জনাব মইনুদ্দীন মিয়াজী এল. এল. বি সম্পাদক জনাব আজীবর রহমান, জনাব মহিউদ্দনি আহমদ ও জনাব আব্দুর রশীদ সহ-সম্পাদক জনাব মতিউর রহমান এল. এল. বি. সাংগঠনিক সম্পাদক ও জনাব নূর-ই আবুল কাশেম দফতর সম্পাদক নির্বাচিত হইয়াছেন।
 

Reference: দৈনিক ইত্তেফাক, ৪ মে ১৯৬৬

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!