You dont have javascript enabled! Please enable it!

শেখ মুজিবের হয়রানি সম্পর্কে আতাউর রহমান

পূর্ব পাকিস্তানের প্রাক্তন মূখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান খান গতকাল (সােমবার) এক বিবৃতি প্রসঙ্গে যেভাবে শেখ মুজিবর রহমানকে বার-বার গ্রেফতার, বিভিন্ন স্থানে টানা-হেঁচড়া করা হইতেছে, তাহাকে অভিযুক্ত করার নামে নির্যাতন’ আখ্যা দিয়া বলেন যে, ইতিহাসে এই ধরনের রাজনৈতিক নির্যাতনের দৃষ্টান্ত নাই। এই প্রসঙ্গে জনাব আতাউর রহমান বলেন যে, লাহাের প্রস্তাবের ভিত্তিতে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন কোন ব্যক্তি, গ্রুপ বা দল বিশেষের দাবী নয়-ইহা সমগ্র পূর্ব পাকিস্তানেরই দাবী। জনগণের দাবী মানিয়া লওয়ার পরিবর্তে রাজনৈতিক নেতৃবৃন্দের উপর নির্যাতন ও হয়রানি কখনই সমাধানের পথ হইতে পারে না বলিয়া উল্লেখ করিয়া জনাব আতাউর রহমান খান বলেন যে, জনগণের গণতান্ত্রিক আশা-আকাংখাকে দাবাইয়া রাখার প্রচেষ্টা যে সফল হয় না, ইতিহাসে তাহার ভূরি ভূরি নজির রহিয়াছে।

Reference: দৈনিক ইত্তেফাক, ২৬ এপ্রিল ১৯৬৬

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!