আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠক মুলতবী
কারিগরি মিলানায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের দুই দিন ব্যাপী বৈঠক বুধবার সমাপ্ত হয়। আগামি রবিবার পুনরায় একই স্থানে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। সংসদীয় দলের নেতা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের দ্বিতীয় দিবসে বৈঠকে গতকাল তিনি খসড়া সংবিধানের ওপর সংশোধনী প্রস্তাব উত্থাপনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।
বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের নিকট বৈঠকের কার্যবিবরণী ব্যাখ্যা প্রসঙ্গে সংসদীয় দলের চীপ হুইপ জনাব শাহ মোয়াজ্জেম জানান যে, আগামি রবিবার সংসদীয় দলের বৈঠকে উপ-কমিটি কর্তৃক বাছাইকৃত সংশোধনী প্রস্তাবসমূহ পেশ করা হবে এবং গ্রহণযোগ্য প্রস্তাবগুলি এই দিনের বৈঠকেই অনুমোদন করা হবে বলে আশা করা যায়। এক প্রশ্নের উত্তরে সংসদীয় দলের চীফ হুইফ জনাব শাহ মোয়াজ্জেম হোসেন জানান যে, সংসদীয় গণতন্ত্রের সংসদীয় দলের পূর্ব অনুমোদিত প্রস্তাব ছাড়া সংশ্লিষ্ট দলের কোনো সদস্য পরিষদে কোনো সংশোধনী প্রস্তাব পেশ করতে পারেন না। ইতোমধ্যে সাড়ে সাত শত সংশোধনী প্রস্তাব সংসদীয় দলের নিকট পেশ করা হয়েছে বলে জানা যায়।৭৬
রেফারেন্স: ১৮ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ