You dont have javascript enabled! Please enable it! 1972.10.17 | পাকিস্তানিরা বাংলাদেশের বাস্তবতা স্বীকার করে নিয়েছে- দু’জন বিশিষ্ট পাকিস্তানি সাংবাদিকের মন্তব্য | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

পাকিস্তানিরা বাংলাদেশের বাস্তবতা স্বীকার করে নিয়েছে- দু’জন বিশিষ্ট পাকিস্তানি সাংবাদিকের মন্তব্য

নয়াদিল্লি। ভারত সফররত পাকিস্তানের ‘ডন’ পত্রিকার সম্পাদক জনাব মাজহার আলী খান এখানে বলেন যে, পাকিস্তান ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করা এবং সিমলা চুক্তি বাস্তবায়নে আগ্রহী। জনাৰ মাজহার আলী খান এবং ‘ডন’-এর নিবন্ধকার জনাব নাজিউল্লাহ তাদের এক সপ্তাহের দিল্লি সফরকালে ইতোমধ্যেই পরিকল্পনা মন্ত্রী শ্রী, ডি. পি. ধর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শ্রী পি, এন, হাকসার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তার সাথে আলোচনা করেন। পাকিস্তানি সাংবাদিকদ্বয় বলেন, দিল্লির আলোচনায় তাদের এই ধারণা জন্মিয়েছে যে, ভারতও পাকিস্তানের সাথে। সম্পর্ক উন্নয়ন এবং সিমলা চুক্তি বাস্তবায়নে সমভাবে আগ্রহী। জনাব মাজহার আলী খান পিটিআইকে বলেন যে, তারা প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর সাথে দেখা করবে বলে আশা করেন।
উভয় পাকিস্তানি সাংবাদিক বাংলাদেশে এক সপ্তাহের সফরে ১৮ অক্টোবর ঢাকা যাত্রা করবেন। জনাব মাজহার আলী খান বলেন, দিল্লির বাংলাদেশ মিশন ইতোমধ্যেই তাদের বাংলাদেশ সফরের জন্য প্রবেশপত্র মজ্ঞর করছেন। জনাব মাজহার আলী খান বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সাধারণ সমস্যা সম্পর্কে ধারণা লাভের জন্য তারা বাংলাদেশ সফরে যাচ্ছেন। তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথেও সাক্ষাৎ করবেন। জনাব খান বলেন, পাকিস্তানের জনগণ বাংলাদেশের বাস্তবতা স্বীকার করে নিয়েছে। পাকিস্তানের জনগণ জানেন যে, বাংলাদেশের স্বীকৃতি অত্যাবশ্যক এবং অবশ্যম্ভাবী।৭২

রেফারেন্স: ১৭ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ