You dont have javascript enabled! Please enable it!

উত্তরাঞ্চলের সকল অসুবিধা দূর করা হবে- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তরবঙ্গের জনসাধারণের যাবতীয় অসুবিধা দূরীকরণের আশ্বাস প্রদান করেছেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত গণপরিষদ সদস্যদের একটি প্রতিনিধিদল গণভবনে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশ্বাস প্রদান করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবদুল মান্নানও তখন গণভবনে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন যে, পাকিস্তানি দস্যুরা উত্তরবঙ্গে ব্যাপক হারে যে ধ্বংসলীলা চালিয়েছে, সরকার সেই সম্পর্কে সম্পূর্ণ সচেতন। জনগণের যাবতীয় সমস্যা সমাধানে সরকার চেষ্টার ত্রুটি করবে না। তবে সবকিছুতেই সময়ের প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। রাজধানীর সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পরিবহণ, যোগাযোগ, পুল নির্মাণ ও বিভিন্ন নদীর খনন কার্যের সমস্যাই এই আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল। আলোচনার পর জনৈক প্রতিনিধি জানান যে, বঙ্গবন্ধু অত্যন্ত ধৈর্যের সাথে তাদের বক্তব্য শ্রবণ করে এই আশ্বাস প্রদান করেছেন। তিনি আরও জানান যে, বঙ্গবন্ধু তাদেরকে আঞ্চলিকতার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন এবং সকল এলাকায় সম উন্নয়ন বিধানের নিশ্চয়তা প্রদান করেছেন।৬৭

রেফারেন্স: ১৬ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!