You dont have javascript enabled! Please enable it! 1972.10.16 | সাম্প্রদায়িক গণদুশমনদের রুখিয়া দাঁড়ান | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

সাম্প্রদায়িক গণদুশমনদের রুখিয়া দাঁড়ান

সোমবার বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সহ-সভাপতি পীর হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শ্রী পঙ্কজ ভট্টাচার্য সংবাদপত্রে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে রাষ্ট্রিয় মর্যাদা ও জাতীয় স্বাধীনতা রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ও অপপ্রচার প্রতিরোধ করে স্বাধীনতা বিরোধী গণদুশমনদের চক্রান্ত বানচালের জন্য দেশের আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্ত বিবৃতিতে তারা বলেন, আমেরিকান সাম্রাজ্যবাদ ও পাকিস্তানি শাসকগোষ্ঠী যে সাম্প্রদায়িক বিদ্বেষ ও ভেদাভেদের জঘন্য হাতিয়ারকে দীর্ঘ ২৫ বছরকাল ব্যবহার করে বাংলাদেশের মানুষের ওপর শোষণের যাতাকল চালিয়ে এসেছে, পাকিস্তানি শোষকদের সেই চিরপরিচিত কৌশলকে মূলধন করে বাংলাদেশ বিরোধী দেশি-বিদেশি শত্রুরা নতুন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চাচ্ছেন। তারা আবার পুরাতন সাম্প্রদায়িক হিংসা-বিদ্বেষকে খুঁচিয়ে তুলে স্বাধীন বাংলাদেশের গণসংহতি, দেশের অগ্রগতি এবং জাতীয় স্বাধীনতাকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। তারা আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকারি প্রশাসনযন্ত্র ও জনসাধারণের পূর্ণ পারস্পরিক সহযোগিতা রক্ষা করার আহ্বান জানান।৬৮

রেফারেন্স: ১৬ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ