You dont have javascript enabled! Please enable it!

জাতিসংঘ সেক্রেটারি জেনারেলের নিকট বঙ্গবন্ধুর তারবার্তা

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শনিবার জাতিসংঘ সেক্রেটারি জেঃ নিকট তারযোগে প্রেরিত এক ব্যক্তিগত পত্রে পাকিস্তানে আটক বাঙালিদের অবস্থা ও দ্রুত অবনতিতে গভীর উদ্বেগ প্রকশ করে তাদের আশু স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা করার জন্য তার সাহায্য কামনা করেন। ব্যক্তিগত পত্রে বঙ্গবন্ধু বাঙালিদের নির্যাতন হতে রক্ষার জন্য সেক্রেটারি জে. ড. কুর্ট ওয়ার্ল্ড হেইমের নিকট আবেদন জানান। পাকিস্তানে আটক বাঙালিদের অবস্থা তদন্ত করে দেখার উদ্দেশ্যে একজন প্রতিনিধি প্রেরণের জন্য বঙ্গবন্ধু সেক্রেটারি জেনারেলকে অনুরোধ করেন। জাতিসংঘ সেক্রেটারি জেনারেলের নিকট প্রেরিত পত্রে বঙ্গবন্ধু বলেন, পাকিস্তানে আটক আমার দেশের লোকজনদের দ্রুত অবনতিশীল অবস্থার প্রতি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি জানেন যে, পাকিস্তানে অবস্থানরত বাঙালিদের মধ্যে সামরিক লোকজন, বেসামরিক কর্মচারী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ রয়েছে। তারা তাদের জীবিকার জন্য উপার্জন হতে বঞ্চিত হয়েছে এবং তাদের স্বদেশ প্রত্যাবর্তন করতে দেয়া হচ্ছে না। তারা কোনো অপরাধ করে নাই এবং সম্পূর্ণ নির্দোষ। পাকিস্তানে অবস্থানরত বাঙালি সামরিক ও বেসামরিক কর্মচারীরা পাকিস্তানে না বাংলাদেশে চাকুরী করতে ইচ্ছুক তা জানার জন্য পিন্ডির কর্তৃপক্ষ ইতোমধ্যে এক নির্দেশ জারি করেছে। এই ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পিন্ডির কর্তৃপক্ষ স্পষ্টতঃ স্বীকার করে নিয়েছে। যে, তারা বাংলাদেশের নাগরিক। সুতরাং বিদেশি নাগরিক রূপে তারা সার্বজনীনভাবে স্বীকৃত মানবিক অধিকার লাভের অধিকারী এবং স্বদেশে প্রত্যাবর্তনের অধিকার তাদের রয়েছে। কিন্তু তাদের স্বদেশ প্রত্যাবর্তনের অনুমতি দেয়া হচ্ছে না। বরঞ্চ তাদের দুঃখ-দুর্দশা ও নির্যাতন বৃদ্ধির ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সর্বশেষ খবরে জানা গেছে যে, এমনকি বেসামরিক লোকজনদেরও বিশেষ শিবিরে আটক রাখা হচ্ছে। অপর পক্ষে, বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানের প্রতি অনুগত অবাঙালিদের মুক্তিযুদ্ধকালে তাদের উষ্কানিমূলক ভূমিকা সত্ত্বেও আমরা আমাদের সীমাবদ্ধ সম্পদের মধ্যে তাদের প্রতি সুষম আচরণ প্রদর্শন করছি। এ পরিস্থিতিতে পাকিস্তানে আটক বাঙালিদের অবস্থা সম্পর্কে আমি আপনার নিকট বাংলাদেশের সরকার ও জনগণের গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তাদের স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা করার ব্যাপারে আপনার শুভেচ্ছা প্রয়োগের অনুরোধ জানাচ্ছি।৫৭

রেফারেন্স: ১৪ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!