গণপরিষদের অধিবেশন বৃহস্পতিবার সকাল পর্যন্ত মুলতবী
শনিবার গণপরিষদের তৃতীয় দিনের অধিবেশনে মাত্র ৫০ মিনিট আলোচনার পর পরিষদ সদস্যদের বিশেষ অধিকার সম্পর্কিত বিশেষ কমিটির রিপোর্ট গৃহীত হয়। চারটি অনুচ্ছেদে সমাপ্ত উক্ত রিপোর্টে অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের পার্লামেন্টের সদস্যদের প্রাপ্ত সুযোগ-সুবিধা ও অধিকারের অনুরূপ সুযোগ সুবিধার বিধি সুস্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে। উল্লেখযোগ্য যে, সকাল ৯ টা ৪০ মিনিটের মধ্যেই বিশেষ অধিকার সম্পর্কিত বিশেষ কমিটির চেয়ারম্যান ও শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলামের অনুরোধে স্পিকার ৪৫ মিনিটের জন্য অধিবেশন মুলতবী ঘোষণা করেন। পরিষদের একমাত্র বিরোধী দলের সদস্য শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত বিশেষ অধিকার সম্পর্কিত রিপোর্টটি তাড়াহুড়া করে গৃহীত হওয়ার তীব্র সমালোচনা করেন। তিনি অভিমত প্রকাশ করেন যে, তাড়াহুড়া করে গৃহীত রিপোর্ট গণতান্ত্রিক ঐতিহ্যের পরিপন্থি এবং তা পরিষদের অধিকার খর্ব করবে। বিশেষ অধিকার সম্পর্কিত বিশেষ কমিটির চেয়ারম্যান ও শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম অধিবেশনে রিপোর্ট পেশ করেন। পর্বাহ্নে রিপোর্টের কতিপয় ধারার সংশোধনের জন্য কয়েকজন সদস্য সংশোধনী প্রস্তাব পেশ করেছেন। কিন্তু পরে প্রস্তাবকগণ স্ব স্ব সংশোধনী প্রস্তাব প্রত্যাহার করেন। ইতোপূর্বে ১৫৫ মিনিট মুলতবীর পর অধিবেশন শুরু হলে পরিষদ সদস্য চট্টগ্রামের অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী স্থানীয় দুটি সংবাদ পত্রে (বাংলদেশ অবজারবার, দৈনিক বাংলার প্রকাশিত রিপোর্ট সম্পর্কে অধিকারের প্রশ্ন উত্থাপন করলে পরিষদে তুমুল বির্তকের সূচনা হয়। অধ্যাপক নুরুল ইসলাম অভিযোগ উত্থাপন করেন যে, বাংলাদেশ অবজারবার ও দৈনিক বাংলায় পূর্বদিনের অধিবেশনে তার (অধ্যাপক নুরুল ইসলাম) বক্তৃতার বিকৃত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এই প্রশ্ন উত্থাপনের পর তথ্যমন্ত্রী জনাব মিজানুর রহমান চৌধুরী ও স্বাস্থ্যমন্ত্রী জনাব আবদুল মালেক উকিল সহ প্রায় ৮ জন সদস্য বির্তকে অংশগ্রহণ করেন। এই প্রশ্ন উত্থাপিত হলে মাননীয় স্পিকার জনাব মুহাম্মদুল্লাহ বলেন যে, পরিষদ কক্ষে রিপোর্টারদের জন্য যে স্থান সংরক্ষিত রয়েছে সেই স্থান হতে রিপোর্টারগণ ভাল শুনতে বা দেখতে পারেন না বলে তাকে (স্পিকারকে) রিপোর্টারদের তরফ হতে জানানো হয়েছে। কাজেই সংশ্লিষ্ট রিপোর্টটি রিপোর্টারদের ইচ্ছাকৃত নয় বলে স্পিকার অভিমত প্রকাশ করেন। তথ্যমন্ত্রী জনাব মিজানুর রহমান চৌধুরী ও দৈনিক ইত্তেফাকের সাবেক চীফ রিপোর্টার গণপরিষদ সদস্য জনাব তাহের উদ্দীন ঠাকুর সাংবাদিকদের সমর্থনে বক্তৃতা করেন। পরিষদের তিনটি সংক্ষিপ্ত অধিবেশন হয় এবং ৩টা ৫৫ মিনিটের সময় আগামি ১৯ অক্টোবর সাড়ে ৯টা পর্যন্ত অধিবেশন মুলতবী ঘোষণা করা হয়।৫৯
রেফারেন্স: ১৪ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ