বাংলাদেশ ৬ কোটি ২০ লাখ ডলার ঋণ পাচ্ছে
ক্ষতিপূরণ ঋণ সুবিধা তহবিল বা কমপেন্সটরী ক্রেড়িট ফেসিলিটিজ ফান্ড থেকে বাংলাদেশ ৬ কোটি ২০ লাখ ডলার ঋণ সাহায্য লাভ করবে বলে শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব হামিদুল্লাহ উল্লেখ করেছেন। এনার সাথে এক সাক্ষাৎকারে গভর্নর হামিদুল্লাহ বলেন, এই ঋণের শর্তাদি চূড়ান্তকরণের উদ্দেশ্যে আন্তর্জাতিক অর্থ তহবিলের একটি প্রতিনিধি দল ইতোমধ্যেই ঢাকা এসে পৌঁছেছেন। তারা বর্তমানে এই ঋণের শর্তাদি নিরূপনের কাজে রয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হামিদুল্লাহ বলেন, বাংলাদেশকে সহজ শর্তেই এই ঋণ দেয়া হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হামিদুল্লাহ সম্প্রতি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র শহরে গিয়ে আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের ফেডারেশন রির্জাভ সিস্টেম ও বৃটেনের ট্রেজারী অফিসারদের সাথে বাংলাদেশের আর্থিক ও অর্থ সমস্যা বিষয়ে আলোচনা করেছেন। সকলে বাংলাদেশের সমস্যা উপলব্ধি করেছেন এবং বাংলাদেশকে সাহায্যের আশ্বাস দিয়েছেন।৫৬
রেফারেন্স: ১৩ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ