You dont have javascript enabled! Please enable it! 1966.04.23 | শেখ মুজিবের জামিনের আবেদন অগ্রাহ্য | সংবাদ - সংগ্রামের নোটবুক

শেখ মুজিবের জামিনের আবেদন অগ্রাহ্য

সিলেট, ২২শে এপ্রিল (এ, পি, পি)। আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানকে অদ্য সদর মহকুমা হাকিম জনাব এম. এ. গনির সম্মুখে হাজির করা হয়। আওয়ামী লীগ নেতাকে আগে ঢাকা হইতে গ্রেফতার করিয়া এখানে আনা হয়।

১৪ই মার্চ সিলেট রেজিষ্ট্রার গ্রাউন্ডে অনুষ্ঠিত এক সভায় আপত্তিকর বক্তৃতার অভিযােগে পাকিস্তান দন্ডবিধির আইনের ১৫৩ (ক) পূর্ব পাকিস্তান জননিরাপত্তা অর্ডিন্যান্সের ৭৩ সেকশন এবং পাকিস্তান দেশরক্ষা নিয়মাবলীর ৪৭ (ক) সেকশন অনুযায়ী জামিনের অযােগ্য ওয়ারেন্টে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়। সিলেটের সদর মহকুমা হাকিম পুলিশের নালিশ ক্রমে উক্ত ওয়ারেন্ট জারী করেন এবং এডভােকেট জনাব আবদুল হাই কর্তৃক উত্থাপিত জামিনের আবেদন অগ্রাহ্য করেন। ম্যাজিষ্ট্রেট শেখ মুজিবর রহমানকে এক নম্বর ডিভিশন দান করেন।

Reference: সংবাদ, ২৩ এপ্রিল ১৯৬৬