You dont have javascript enabled! Please enable it! 1966.04.23 | শেখ মুজিবরের হয়রানির অবসান দাবী চট্টগ্রামের রাজপথে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ মিছিল | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

শেখ মুজিবরের হয়রানির অবসান দাবী
চট্টগ্রামের রাজপথে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ মিছিল

(ইত্তেফাকের চট্টগ্রাম অফিস হইতে)
২২ শে এপ্রিল—শেখ মুজিবর রহমানের হয়রানির প্রতিবাদে আজ বিকালে চট্টগ্রাম শহরে স্বতঃস্ফূর্তভাবে এক বিরাট বিক্ষোভ মিছিল বাহির হয়। শ্রমিক, কর্মী ও যুবকসহ সকল পর্যায়ের নাগরিকদের এই বিক্ষোভ মিছিলটি বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকার্ড ও ফেষ্টুন সহকারে শহরের প্রধান প্রধান মহল্লা ও রাস্তা প্রদক্ষিণ করে। লালদীঘি, রেয়াজুদ্দিন বাজার, দেওয়ান বাজার, ষ্টেশন রােড প্রভৃতি শহরের প্রধান প্রধান মােড়গুলিতে পথসভা করিয়া ছােটখাট বক্তৃতার মাধ্যমে সরকারের তীব্র সমালােচনা করা হয়। সমবেত কণ্ঠে বিভিন্ন শ্লোগানের মধ্য দিয়া জনতা সরকার কর্তৃক অনুসৃত নীতির তীব্র প্রতিবাদ জানায় এবং রাজনৈতিক কারণে শেখ মুজিবের বিরুদ্ধে অহেতুক হয়রানির আশু অবসান দাবী করে। প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে, চট্টগ্রামে সর্বপর্যায়ের নাগরিকদের এই ধরণের স্বতঃস্ফুর্ত বিক্ষোভ শােভাযাত্রা এই প্রথম। অদ্যকার মিছিলে ঘােষণা করা হয় যে, আগামীকালও লালদীঘি ময়দান হইতে একটি বিক্ষোভ মিছিল বাহির হইবে এবং শহরের বিভিন্ন মহল্লা প্রদক্ষিণ করিয়া রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ক্ষমতাসীনদের অনুসৃত নীতির প্রতিবাদ জানানাে হইবে।

Reference: দৈনিক ইত্তেফাক, ২৩ এপ্রিল ১৯৬৬