শেখ মুজিবের বিরুদ্ধে আর একটি রাষ্ট্রদ্রোহ মামলা
(নিজস্ব বার্তা পরিবেশক)
গতকল্য শনিবার শেখ মুজিবর রহমান অপর একটি রাষ্ট্রদ্রোহ মামলার অভিযুক্ত“আসামী” হিসাবে ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব এম, এ মালিকের কোর্টে হাজির হন।
গত শুক্রবার শেখ মুজিবকে দুইটি রাষ্ট্রদ্রোহ মামলায় দুই বৎসর বিনাশ্রম। কারাদন্ড প্রদান করা হয়।
গতকল্যকার মামলায় শেখ মুজিবের বিরুদ্ধে ১৯৬৪ সালের ২৯ শে ফেব্রুয়ারি পল্টন ময়দানে একটি রাষ্ট্রবিরােধী বক্তৃতা প্রদানের অভিযােগ আনয়ন করা হয়।
শেখ মুজিব নিজেকে নির্দোষ বলিয়া দাবী করেন।
পূর্ব পাকিস্তান জন-নিরাপত্তা অর্ডিন্যান্সের ৭(৩) ধারা অনুয়ায়ী আনীত উক্ত মামলার সাক্ষীদের সওয়াল জওয়াব আগামী ১৪ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হইবে।
জনাব মুজিবের বিরুদ্ধে আরও ৩টি মামলা ঝুলিতেছে।
Reference: সংবাদ, ৩০ জানুয়ারি, ১৯৬৬