You dont have javascript enabled! Please enable it!

শেখ মুজিবের মামলার শুনানী

(স্টাফ রিপাের্টার)
গতকল্য শনিবার ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব এম এ মালিকের কোর্টে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযােগে পূর্ব পাকিস্তান জননিরাপত্তা অর্ডিন্যান্সের ৭(৩) ধারায় আনীত একটি মামলার শুনানী অনুষ্ঠিত হয়।
মামলার বিবরণে প্রকাশ ১৯৬৪ সালের ২৯শে ফেব্রুয়ারী জুলুম প্রতিরােধ দিবসে পল্টন ময়দানে অনুষ্ঠিত এক জনসভায় শেখ মুজিবর রহমান বক্তৃতা করেন। উক্ত বক্তৃতায় তিনি আইনতঃ প্রতিষ্ঠিত পাকিস্তান সরকারের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করিয়াছেন বলিয়া অভিযােগ করা হইয়াছে।

গতকল্য মামলার শুনানী দিবসে শেখ মুজিবর রহমান আদালতকে জানান যে, তিনি নির্দোষ।
আগামী ১৪ই ফেব্রুয়ারী মামলার পরবর্তী তারিখ ধার্য করা হইয়াছে এবং উক্ত তারিখে সাক্ষীদের জেরা অনুষ্ঠিত হইবে।

Reference: দৈনিক পাকিস্তান, ৩০ জানুয়ারি ১৯৬৬

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!