অদ্য শেখ মুজিবরের রাষ্ট্রদ্রোহ মামলার রায়
(স্টাফ রিপাের্টার)। অদ্য (মঙ্গলবার) ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনার জনাব এম. বি. আলমের কোর্টে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযােগে আনীত মামলার রায় দেওয়া হইবে।
১৯৬৪ সালের ১৫ই ডিসেম্বর ঢাকার পল্টন ময়দানে জনাব হােসেন শহীদ সােহরাওয়ার্দীর মৃত্যুতে আহূত শােকসভায় প্রদত্ত শেখ মুজিবের এক বক্তৃতায় আপত্তি দর্শাইয়া ঢাকার তদানীন্তন পুলিশ সুপার জনাব মােহাম্মদ ইসা এক অভিযােগ আনয়ন করিলে এই মামলার সূত্রপাত হয়। গত ২৯ শে ডিসেম্বর এই মামলার সওয়াল জবাব সমাপ্ত হয়।
Reference: দৈনিক ইত্তেফাক, ৪ জানুয়ারি ১৯৬৬