You dont have javascript enabled! Please enable it!

আইনের শাসন রাষ্ট্রকে ন্যায় ও সত্যের পথে পরিচালিত করে- রাষ্ট্রপ্রধান

রবিবার বার লাইব্রেরিতে আয়োজিত ঢাকা জেলা আইনজীবী সমিতির দুদিনব্যাপী আইন সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধান বিচারপতি আবু সাঈদ চৌধুরী বলেন, আইনের শাসন ন্যায় ও সত্যের পথে রাষ্ট্রকে পরিচালিত করতে পারে। তিনি বলেন, আইন ব্যবস্থার স্থিতিস্থাপকতা যে কোনো রাষ্ট্রের মেরুদণ্ড হিসেবে কাজ করে। অনুষ্ঠানে আইনমন্ত্রী ড. কামাল হোসেন ঘোষণা করেন, আইনের শাসন। প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সংবিধানে বিচারবিভাগকে সম্পূর্ণ আলাদা ও স্বাধীন ক্ষমতা দেয়া হবে। তিনি আরো ঘোষণা করেন, শাসনতন্ত্রে নাগরিক মৌলিক অধিকার সংরক্ষণ করা হয়েছে এবং গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদের আলোকে প্রয়োজনবোধে সংবিধান ধারার রদবদল করা যাবে। জনাব মাহবুব উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ল’ সেমিনারে উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপ্রধান আরো বলেন, আধুনিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় সকল মানুষের সমান অধিকার আজ সর্বজনস্বীকৃত। সুষ্ঠু আইন ব্যবস্থা দ্বারাই মানুষের সমতার ধারণা সৃষ্টি হয়। শ্রেণি, গৌত্র, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের সম অধিকার ও দায়িত্ব সুপ্রতিষ্ঠিত এবং সংরক্ষিত হয়। তিনি বলেন, সভ্যতার পরিবর্তে ও সমাজ ব্যবস্থার পরিবর্তনের মুখে আইন ব্যবস্থা পরিবর্তন-পরিবর্ধন বা নতুন ধারার সংযোজন অনস্বিকার্য। আজকের এই সমাজ ব্যবস্থার বিচার পদ্ধতি আধুনিকীকরণ অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। বিচারের দীর্ঘসূত্রতাও যথাসম্ভব বর্জন করার নীতি অবলম্বন করতে হবে। রাষ্ট্রপ্রধান বলেন, নিয়মতান্ত্রিক আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদের চারটি মূল নীতিকে আশ্রয় করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জনগণের আকাঙ্ক্ষিত রাষ্ট্রের বাস্তবরূপ লাভ করবে। বিচারপতি আবু সাঈদ চৌধুরী আরো বলেন, রাষ্ট্র ও জনগণের মঙ্গল সাধনই আইনের সৃষ্টি। প্রচলিত জীবন প্রণালির রীতিনীতি, শান্তি ও শৃঙ্খলার প্রতি ঐকাত্বিক আগ্রহ, আইনের ধারা পরিবর্তনে সহায়তা জোগায়। আর এই সত্য যে আইনের প্রতি সম্মান প্রদর্শন ব্যতিত সমাজ ও রাষ্ট্রের শান্তি ও শৃঙ্খলা অক্ষুন্ন রাখা সম্ভব নয়। আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যক্তি সমাজ ও রাষ্ট্র জীবনে সমস্যাসমূহ বিশ্লেষণ করে তার সমাধানের পন্থা নিরিখ করা আইনজীবীদের কর্তব্যের একটি অংশ। সমাজ ও রাষ্ট্রজীবনের ভাষ্যকার হয়ে রাষ্ট্রের আইনমালার সঙ্গে সর্বস্তরের জনগণকে পরিচিত করে তোলার মহান দায়িত্ব আইনজীবীদেরই গ্রহণ করতে হবে। আইনের সঙ্গে সম্যক পরিচিত না হলে আইন মেনে চলার পথে অন্তরায় সৃষ্টি হওয়া বিচিত্র নয়। তিনি বলেন, আইন বিধিসমূহ জনগণের নিকট নিখুতভাবে তুলে ধরা আইনজীবীদের গুরুত্বপূর্ণ কর্তব্য।৩১

রেফারেন্স: ৮ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!