অসৎ কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে
শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রী জনাব জহুর আহমেদ চৌধুরী ইত্তেফাকের স্থানীয় প্রতিনিধিকে জানান যে, দেশের বৃহৎ সংস্থাগুলির কতিপয় অসৎ কর্মকর্তা যারা ঘেরাও এর ভয়ে শ্রমিকদের অন্যায় দাবি দাওয়া মেনে নিয়ে অগোচরে আর্থিক দিকে লাভবান হয়েছেন তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। শ্রমমন্ত্রী অভিযোগ করেন, মালিক পক্ষের নিকট হতে ঘেরাও ও অন্যান্য জোর প্রয়োগকারী পদ্ধতিতে দাবি আদায়ের মাধ্যমেও কর্মকর্তাদের লভ্যাংশ থাকতো। সরকার এর প্রতিকারার্থে সেসব বিবেকহীন কর্মকর্তাদের কর্মচ্যুত করেছে।
তিনি আরও বলেন যে, শ্রমিকদের এই অন্যায় আবদারকে সরকার নিষ্ঠুরভাবে দমন করতে বদ্ধপরিকর। সরকার কর্তৃক শিল্পনীতি প্রচারের পরই শ্রমনীতি ঘোষণা করা উচিত ছিল। কিন্তু শ্রমিক দল ও শ্রমিক সংস্থাগুলির মধ্যে ক্রমবর্ধমান নীতিহীন স্বার্থসিদ্ধি প্রতিযোগিতা বন্ধের জন্য তিনি ততদিন অপেক্ষা করতে পারেন নি। তিনি আরো বলেন যে, সরকারের এই শ্রমনীতির মূল কথা হচ্ছে, ন্যায় বিচার ও স্বার্থরক্ষা নিশ্চিত করা।২৮
রেফারেন্স: ৭ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ