You dont have javascript enabled! Please enable it! 1972.10.06 | স্বাধীনতা বিরোধীদের সম্পর্কে সতর্ক থাকুন- আবদুর রাজ্জাক | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

স্বাধীনতা বিরোধীদের সম্পর্কে সতর্ক থাকুন

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান জনাব আবদুর রাজ্জাক ইতিহাসের দৃষ্টান্তবিহীন ত্যাগ তিতীক্ষার বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করার চক্রান্তে লিপ্ত এক শ্রেণির রাজনৈতিক নেতা ও তথাকথিত অতিবিপ্লবীদের সম্পর্কে সতর্ক থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। জনাব আব্দুর রাজ্জাক শুক্রবার নারায়ণগঞ্জ বালুর মাঠে ঢাকা জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এক বিরাট জনসভায় প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সভাপতি জনাব নূরে আলম সিদ্দিকী, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক জনাব আবদুল কুদ্দুস মাখন, বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান সভাপতি শেখ শহীদুল ইসলাম প্রমুখ এই জনসভায় বক্তৃতা করেন। জনসভায় বক্তৃতা প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা জনাব আবদুর রাজ্জাক মওলানা ভাসানীর ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন যে, বাংলাদেশের স্বার্থবিরোধী অপপ্রচার চালিয়ে মওলানা ভাসানী পাকিস্তান ও তার দোসর চীনের হস্ত কেই শক্তিশালী করছে। তিনি বাংলাদেশের আজিকার অর্থনীতির সংকটের কথা উল্লেখ করে বলেন যে, পাকিস্তানই আমাদের দুর্দশার জন্য দায়ী। তিনি বলেন স্বাধীনতার পর চীনে লক্ষ লক্ষ মানুষ অনাহারে মারা গেছে। ইতিহাসের এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের পরেও আমাদের দেশে চীনের দুর্ভিক্ষের পুনরাবৃত্তি ঘটেনি। জনাব রাজ্জাক আওয়ামী লীগ হতে দুর্নীতিপরায়ণ এমসিএদের বহিষ্কারের কথা উল্লেখ করে বলেন, মওলানা ভাসানীর কিংবা অন্য কোনো তথাকথিত প্রগতিশীল দল হতে এখনো দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের বহিষ্কার করা হয় নাই। তিনি আরো বলেন, গত স্বাধীনতা যুদ্ধে যারা স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করেছে তারাই আজ রাতারাতি অতিবিপ্লবী সেজে বিপ্লবের বুলি আওড়াচ্ছেন।
জনাব নূরে আলম সিদ্দিকী তার ভাষণে ‘রোমান্টিক বিপ্লবীদের সমালোচনা প্রসঙ্গে বলেন, যারা বন্দুকের নলকে শক্তির উৎস বলে মনে করছে আগামি নির্বাচনে আমরা প্রমাণ করে দেবো যে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের রায় এই দেশে সমাজতন্ত্রের তথা মুজিববাদ কায়েম করবো। জনাব নূরে আলম সিদ্দিকী বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তাদের সমালোচনা করে বলেন, যারা ছাত্রলীগে থেকে স্বার্থ উদ্ধার করতে চেয়েছিল তাদেরকে সংগঠন হতে বহিষ্কার করে দেয়া হয়েছে। এরাই এখন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধ্বজাধারী সেজে মাঠে নেমেছে। তিনি এদের ব্যাপারে সতর্ক থাকার এবং এদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ছাত্রসমাজ ও জনসাধারণের প্রতি আহ্বান জানান।২৩

রেফারেন্স: ৬ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ