বাংলাদেশের জন্য আই, ডি, এ’র ৩ কোটি ৮০ লক্ষ ডলার ঋণ
নিউইয়র্ক। বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ১৯৭০ সালের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পুনর্গঠনের জন্য অন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আই,ডি,এ) ৩ কোটি ৮০ লক্ষ ডলারের ২ টি ঋণ প্রদান করবে। অবশ্য বাংলাদেশ পাকিস্তানের অংশ থাকা কালেই এই ২টি ঋণ দানে সিদ্ধান্ত গৃহীত হয়। এখন ২টি ঋণ বাংলাদেশকে দেওয়ার জন্য আই, ডি, এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশ্বব্যাংক সূত্রে জানা গেছে যে, প্রায় ১৭ কোটি ৩০ লক্ষ ডলারের ১৪টি ঋণ মঞ্জুর করা হয়েছিল। কিন্তু এই অর্থের মধ্যে শতকরা ৯৫ ভাগই হস্তান্তর করা হয় নাই। এই অর্থ বাংলাদেশের নিকট হস্তান্তরের প্রশ্ন বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশকে ঋণ দানের জন্য কয়েকটি নতুন প্রকল্প পর্যালোচনা করা হচ্ছে।১৭
রেফারেন্স: ৫ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ