You dont have javascript enabled! Please enable it!

 বিরুদ্ধে চক্রান্ত বরদাশত করবে না

জয়পুরহাট। স্বরাষ্টমন্ত্রী জনাব আবদুল মান্নান আজ এখানে বলেন যে, জাতীয় স্বাধীনতা বিরোধী চক্রের তৎপরতার ব্যাপারে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারেন না। জনাব মুজিবুর রহমান, এমসিএর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জনসভায় ভাষণদানকালে জনাব মান্নান বলেন, যারা বাংলাদেশ ও তার বন্ধুদের বিরুদ্ধে বিষোদগার করছে তারা আগামি সাধারণ নির্বাচনে বিপর্যয় বরণ করবে। তিনি বলেন, কাউকে দেশের খাদ্য সমস্যাকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে দেয়া হবে না। তিনি আরও বলেন যে, বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যা প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, শাসকবর্গের হাতকে শক্ত করেছিল। তিনি তাকে স্মরণ করে দেন যে,জাতি তার (মওলানার) নিকট হতে অনেক বেশি প্রত্যাশা করছিল কিন্তু তার বর্তমান ভূমিকা সত্যই দুঃখজনক।
বিদ্যুৎ ও প্রাকৃতিক সম্পদ দফতরের মন্ত্রী ড. মফিজ চৌধুরী তার ভাষণে জনগণকে ৪টি রাষ্ট্রীয় নীতি সম্বলিত মুজিববাদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে দেশ পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করতে আহ্বান জানান। তিনি চক্রান্ত সম্বন্ধে সজাগ আছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যও প্রস্তুত রয়েছেন। সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে, কিন্তু তাদেরকে জাতির অস্তিত্বে আঘাত আনতে দেয়া যায় না।৬

রেফারেন্স: ২ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!