বঙ্গবন্ধু বিরোধী প্রচারণা বরদাশত করা হবে না
ঝালকাঠি। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান আজ এখানে ঘোষণা করেন, বাংলাদেশের জনগণ ভারত বিরোধী প্রচারণাকে বরদাশত করবে না। কারণ তারা জানেন রক্তপাতের মাধ্যমে আমাদের বন্ধুত্ব গড়ে উঠেছে। এখানে অনুষ্ঠিত এক জনসভায় ভাষণদানকালে জনাব জিলুর রহমান বলেন, যারা আজ ভারতের সমালোচনা করছেন, তারা পাকিস্তান হানাদার আমলে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, ভারত ও সোভিয়েত ইউনিয়ন আমাদের প্রকৃত বন্ধু। কারণ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে তারা আমাদের সাহায্য করেছেন। জনাব জিল্লুর রহমান বলেন, নিরপরাধ বাঙালিদের হত্যার ব্যাপারে চীন পাকিস্তানকে সাহায্য করেছে। তিনি জনসাধারণকে সতর্ক করে দিয়ে বলেন, আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য পাকিস্তান এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে চীন পাকিস্তানকে সাহায্য করছে। জনাব জিল্লুর রহমান বলেন, সরকার অতি অল্প সময়ের মধ্যে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করে খাদ্য পরিস্থিতির উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণ করছেন। তিনি বলেন, সরকারি প্রচেষ্টার ফলে জিনিসপত্রের দাম কমে আসছে। দেশে মুজিববাদ প্রতিষ্ঠার জন্য তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।৮
রেফারেন্স: ২ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ