You dont have javascript enabled! Please enable it! 1966.06.307 | আওয়ামী লীগের আহ্বানে হরতাল | সংবাদ - সংগ্রামের নোটবুক

আওয়ামী লীগের আহ্বানে হরতাল

রাজবন্দীদের মুক্তি ও আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবীতে আজ প্রদেশব্যাপী হরতাল পালনের জন্য পূর্ব পাকিস্তান-আওয়ামী লীগ জনসাধারণের প্রতি আহ্বান জানাইয়াছেন।
গতকাল গভীর রাত্রি পর্যন্ত একদিকে ঢাকা ও নারায়ণগঞ্জে হরতালের সাফল্যের জন্য আওয়ামী লীগ কর্মীরা তৎপর থাকে—মশাল শােভাযাত্রা, খাদ্য মিছিল, পােস্টারিং করিতে থাকে। অপরপক্ষে সরকারী লীগের কর্মীরা মাইকযােগে ও প্রচারপত্র মারফত হরতাল পালন না করার জন্য জনসাধারণের প্রতি উপদেশ প্রদান করিতে থাকে।
জানা গিয়াছে যে, স্বার্থান্বেষী মহল আদমজী মিল ও প্রদেশের বিভিন্ন শিল্পাঞ্চলে হরতালকে কেন্দ্র করিয়া শ্রমিকদের মধ্যে গােলযােগ বাধাইবার প্ররােচনা দিতেছে। হরতাল বানচাল করার জন্য শহরের বিভিন্নস্থানে টাকা-পয়সা ছিটাইবার গুজব শুনা গিয়াছে।
সরকারের পুলিশ বাহিনীকে গত কয়েকদিন ধরিয়া অত্যন্ত তৎপর হইতে দেখা যায়। গতকাল লরীভর্তি সশস্ত্র পুলিশকে শহরের বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। গত কয়েকদিন ধরিয়া ব্যাপক সংখ্যক হরতালের প্রচার-কার্যেরত রাজনৈতিক কর্মীদের গ্রেফতার করা হয়।
গতকল্য নারায়নগঞ্জে ই পি আর বাহিনী মােতায়েন করা হয়। সরকার বিরােধী চেতনা হইতে জনসাধারণের বিপুল অংশ হরতালের সাফল্য কামনা করিতেছে।
অনেককে আক্ষেপ করিতে শােনা গিয়াছে যে, সরকারবিরােধী গণতান্ত্রিক রাজনৈতিক দলসমূহ একযােগে হরতাল আহ্বান করিলে ও শ্রমিক-কৃষক প্রভৃতি বুদ্ধিজীবিগণ সংগঠনসমূহের সহায়তা গ্রহণ করা হইলে হরতালের সাফল্যের ব্যাপকতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাইত।

হরতালের সমর্থন
আজিকার হরতালকে পূর্ণভাবে সফল করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানাইয়া প্রাদেশিক পরিষদ সদস্য ডাঃ আজহার উদ্দিন আহমদ একটি বিবৃতি প্রদান করিয়াছেন।

রেফারেন্স: সংবাদ, ৭ জুন ১৯৬৬