You dont have javascript enabled! Please enable it! 1966.05.21 | ৭ই জুন হরতাল | আজাদ - সংগ্রামের নোটবুক

৭ই জুন হরতাল

গতকল্য শুক্রবার জনাব শেখ মুজিবর রহমানের বাসভবনে অনুষ্ঠিত পূৰ্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক সভায় গৃহীত প্রস্তাবে জরুরী অবস্থা প্রত্যাহার, শেখ মুজিবর রহমানসহ সকল রাজনৈতিক নেতা ও কর্মীদের মুক্তি, সংবাদপত্রের উপর জারীকৃত বিধিনিষেধ প্রত্যাহার, টেন্ডুপাতা অর্ডিন্যান্স প্রত্যাহার এবং অন্যান্য দাবীর পরিপ্রেক্ষিতে আগামী ৭ই জুন প্রদেশব্যাপী “হরতাল পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হইয়াছে বলিয়া গতকল্য আওয়ামী লীগের এক প্রেস রিলিজে প্রকাশ।
আওয়ামী লীগ কার্যকরী কমিটির সভায় গৃহীত অপর প্রস্তাবে অবিলম্বে লেভী প্রথার অবসান ও প্রদেশে পূর্ণ রেশনিং প্রথা প্রবর্তন এবং শ্রমিক সংস্থার উপর প্রদত্ত বিধিনিষেধ প্রত্যাহারের দাবী করা হইয়াছে।
আগামী ৭ই জুন প্রদেশব্যাপী হরতাল পালনকে সাফল্যমন্ডিত করিবার জন্য আওয়ামী লীগের পক্ষ হইতে জনসাধারণের প্রতি আহ্বান জানানাে হইয়াছে।
৬-দফা বাস্তবায়ন, রাজনৈতিক নেতাদের মুক্তি ও অন্যান্য দাবী প্রতিষ্ঠা করিবার জন্য আওয়ামী লীগ আন্দোলন করিয়া যাইবে বলিয়া উক্ত সভায় দৃঢ় শপথ গ্রহন করা হয়।
সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, খাদ্য পরিস্থিতি, ছাত্র সমস্যাসহ বিভিন্ন সমস্যা আলােচনা করা হয়।
সভায় অনতিবিলম্বে গ্রেফতারকৃত শেখ মুজিবর রহমান ও অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দের মুক্তি দাবী করা হইয়াছে।

রেফারেন্স: আজাদ, ২১ মে ১৯৬৬