You dont have javascript enabled! Please enable it!

জনগণ ৬-দফার মতো মুজিববাদও সমর্থন করবে

কুমিল্লা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান বলেন যে, আওয়ামী লীগ মুজিববাদের মাধ্যমে শোষণমুক্ত কৃষক শ্রমিকরাজ প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ ! কুমিল্লা হতে দুই মাইল দূরে চান্দিনায় এক জনসভায় ভাষণদানকালে তিনি বলেন, আমরা জনগণকে একটি শাসনতন্ত্র প্রদান করতে যাচ্ছি এবং ১৯৭৩ সালের মার্চ মাসে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছি। তিনি বলেন যে, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। কিন্তু গণতন্ত্রের অর্থ বিশৃঙ্খলা বিভ্রান্তি সৃষ্টির অবাধ লাইন্সেস নয়। তিনি বলেন যে, কতিপয় লোক আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় কিন্তু আমরা তাদের সে প্রচেষ্টা সফল হতে দেব না। জনাব জিল্লুর রহমান বলেন যে, আমরা জনগণের আস্থাভাজন এবং জনগণ ৬-দফার সমর্থনের এতই আবার নির্বাচনের মাধ্যমে মুজিববাদের সমর্থন করবে। কুমিল্লা, জেলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব রমিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রউফ, ছাত্র লীগের নেতা ফয়সুল আলম প্রমুখ।১১১

রেফারেন্স: ২৯ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!