গণভবনে আজ আওয়ামী লীগ সাংগঠনিক কমিটির বৈঠক
আজ অপরাহ্নে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগ সাংগঠনিক কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির পর্যালোচনা করা হবে। বৈঠকে দেশের খাদ্য পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। আওয়ামী লীগ সাংগঠনিক কমিটির এই বৈঠকে বহিষ্কৃত এমসিএ ও দুর্নীতিপরায়ণ পদস্থ সরকারি আমলাদের তালিকা চূড়ান্তকরণ এবং খসড়া শাসনতন্ত্রের বিষয়ে আলোচনা হতে পারে।
৯ অক্টোবর আওয়ামী পার্লামেন্টারী পার্টির বৈঠক : আগামি ৯ অক্টোবরে আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির বৈঠক ঢাকায় শুরু হবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান এই বৈঠকের আহ্বান করেছেন। আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির দুই দিন ব্যাপী এই বৈঠকের অন্যান্য বিষয় ছাড়াও খসড়া শাসনতন্ত্রের সম্পর্কে আলোচনা হবে।
রেফারেন্স: ২৬ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ