বাঙালিদের হজব্রত পালনের সুযোগ দানে বাদশাহ ফয়সালের কাছে বঙ্গবন্ধুর তারবার্তা
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৌদি আরবের বাদশাহ ফয়সালের কাছে পবিত্র হজব্রত পালনে ইচ্ছুক বাংলাদেশী লোকদের আসন্ন হজের মৌসুমে সৌদি আরবে গমনের সুযোগ দানের অনুরোধ জানিয়েছে। বাসস এ খবরে দিয়েছে। মঙ্গলবার বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজ আল পসৗদের কাছে প্রেরিত তারবার্তায় বঙ্গবন্ধু আমার দেশের অধিকাংশ মানুষ নিষ্ঠাবান, মুসলিম। এবং তারা কঠোরভাবে ইসলামের অনুশাসনগুলো পালন করে থাকেন। তাদের মধ্যে যারা সক্ষম ও সামর্থবান পবিত্র হজ পালন তাদের জীবনের একটি পরম আকাঙ্ক্ষা। হয়তো এটা আপনার জানা আছে। তারবার্তায় তিনি আরো বলেছেন, ইচ্ছুক হজ যাত্রীদের যাত্রার আগে ভিসা দেওয়ার সুবিধার্থে। বাদশাহ যদি সৌদিআরবের কোনো কর্মকর্তাকে বাংলাদেশে পাঠাতে চান, বাংলাদেশ তাকে সাদরে গ্রহণ করবেন। এবং তাকে সবরকম সুযোগ সুবিধা দেয়া হবে। বঙ্গবন্ধু আরো জানিয়েছেন যে, বাদশাহ যদি আপত্তি না থাকে আমরা সেখানে আমাদের হাজিদের দেখাশোনা করার জন্য অফিসারদের একটি ছোট দলকে পাঠাতে পারি।’ এর আগে গত ১২ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রেরিত তারবার্তায় বাংলাদেশের হজ যাত্রীদের সৌদি আরব যাওয়ার সুযোগ দেয়ার অনুরোধ জানিয়েছেন। বঙ্গবন্ধু তার তারবর্তায় শুরুতেই বাদশাহ ফয়সাল তার দেশের জনগণকে ব্যক্তিগতভাবে তার নিজের ও বাংলাদেশের জনগণের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ধর্মপ্রাণ বাঙালিদের মধ্যে যারা সক্ষম ও সামর্থবান তাদের। অনেকেরই সারাজীবনের আশা পবিত্র মক্কা ও মদিনায় যাবেন, আল্লাহর ঘর কাবাশরীফে যাবেন। যগ। যুগ ধরে হাজার হাজার বাঙালি হজব্রত পালন করে আসছেন। এবারও আমি তাদের পাঠাতে চাই এবং বাদশাহ সুযোগ দিলেই তাদের পাঠানো যেতে পারে। পরিশেষে তিনি বাদশাহর কাছে যত শীঘই সম্ভব তার পত্রের জবাব কামনা করেন।১০০
রেফারেন্স: ২৬ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ