You dont have javascript enabled! Please enable it!

১২ অক্টোবর গণপরিষদ অধিবেশন শুরু

রাষ্ট্রপ্রধান আগামি ১২ অক্টোবর সকাল সাড়ে নয়টায় গণপরিষদ ভবনে বাংলাদেশ গণপরিষদের অধিবেশন আহ্বান করেছেন। সোমবার সরকারিভাবে একথা ঘোষণা করা হয়। প্রথম অধিবেশনের ছয়মাস পর এই অধিবেশ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে গণপরিষদের এই অধিবেশন হবে খুবই তাৎপর্য বহুল। অন্যান্য বিষয় ছাড়াও এই অধিবেশনেই দেশের খসড়া শাসনতন্ত্র বিল পেশ করা হবে। প্রথম অধিবেশনে গণপরিষদ ৩৪ সদস্যদের একটি খসড়া শাসনতন্ত্র প্রণয়ন কমিটি নিয়োগ করেছে। উক্ত খসড়া শাসনতন্ত্র কমিটি বিগত এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে দেশের প্রস্তাবিত শাসনতন্ত্রের ওপর আলোচনা শুরু করেন। কমিটি এখন খসড়া বিলটি চূড়ান্ত করেছেন। এই প্রথম খসড়া বিলটি বাংলায় পেশ করা হবে। কারণ দেশের শাসনতন্ত্র বা সংবিধান বাংলা ভাষাতেই প্রণীত হবে। বিগত এপ্রিল মাসের দশ ও এগারো তারিখে ঢাকা গণপরিষদে প্রথম অধিবেশন বসেছিল। দুই দিনের সেই অধিবেশনের খসড়া শাসনতন্ত্রের প্রণয়ন কমিটিসহ চারটি কমিটি নিয়োগ করা হয়েছিল। এছাড়াও দেশের স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং গণপরিষদের স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচন করা হয়। গণপরিষদের প্রথম স্পীকার শাহ আব্দুল হামিদ এপ্রিল মাসের শেষ সপ্তাহে পরলোকগমন করেন এবং তার পর থেকে ডেপুটি স্পীকার জনাব মোহাম্মদুল্লাহ স্পীকার হিসেবে কাজ করে আসছেন। তাই অধিবেশনের প্রথম দিনেই শাসনতন্ত্রের ওপর আলোচনা শুরুর আগে স্পীকার নির্বাচন করাই হবে গণপরিষদের প্রথম কাজ। প্রধানমত দুই দফায় আওয়ামী থেকে এমসিএদের বহিষ্কার করাই এই অধিবেশনে গণপরিষদের সদস্য সংখ্যা প্রথম অধিবেশনের চেয়ে কম হবে। গণপরিষদের প্রথম অধিবেশনের পরপরই দল বিরোধী কার্যকলাপের দায়ে তেইশ জন সদস্যকে বহিষ্কার করা হয়। একই অভিযোগে গতমাসে অপর একজন গণপরিষদ সদস্যকেও বহিষ্কার করা হয়। বিগত ২৩ সেপ্টেম্বর দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার করেও অভিযোগে আরো ১৯ জনকে বহিষ্কার করাই সদস্যদের সংখ্যা চল্লিশ জনে দাঁড়ায়। তাছাড়া স্বাভাবিক মৃত্যু এবং দখলদার খান সেনাদের হাতে নিহত হয়ে ১২ এমসিএ পরলোকে চলে গেছেন। অর্থাৎ এখন মোট ৪৬৯ জন এমসিএ দের মধ্যে ৪০০ জনের মতো সদস্য অধিবেশনে যোগ দেবেন।৯২

রেফারেন্স: ২৫ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!