You dont have javascript enabled! Please enable it!

আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠক

অপরাপর বিষয়াদি ছাড়াও অধিবেশনের চূড়ান্ত আলোচ্যসূচি প্রণয়নকল্পে আগামি মাসের প্রথম সপ্তাহে আওয়ামী লীগ পার্লামেন্টারী দলের সভা আহ্বান করা হতে পারে। এছাড়া আগামিকাল বুধবার গণভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে আওয়ামী সাংগঠনিক কমিটির সভা বসবে। এতে কমিটি আবার নতুন করে এবং চূড়ান্তভাবে দেশের শাসনতন্ত্রের ওপর দৃষ্টি দিতে পারবে। এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যাদি আলোচনা করতে পারবে।
বঙ্গবন্ধু আওয়ামী লীগ সংগঠনী কমিটির প্রথম বৈঠক এবং কমিটিসমূহের সভায় ভাষণ দিতে পারেন। এদিকে গণপরিষদের অধিবেশন উপলক্ষে গণপরিষদ সচিবালয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বার বার বলেছেন যে, তিনি যত শীঘ্রই সম্ভব দেশকে শাসনতন্ত্র দেবেন। তিনি শাসনতন্ত্রের প্রধান রূপরেখা সংক্ষিপ্তভাবে বর্ণানও করেছেন। তিনি বলেছেন রাষ্ট্রের চার স্তম্ভ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদই হবে শাসনতন্ত্রের মূল ভিত্তি। যে সংবিধানে ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা থাকবে এবং এমন সমাজ প্রতিষ্ঠার ব্যবস্থা থাকবে যে সমাজে মানুষে মানুষে কিংবা এক অঞ্চল কর্তৃক আর এক অঞ্চলের শোষণ থাকবে না। এই লক্ষ্য সামনে রেখে খুব অল্প সময়ের মধ্যে তিনি কতকগুলো বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছেন। দেশবাসীর প্রতি তার অন্য একটি প্রতিশ্রুতি দুর্নীতি দমনের প্রতিশ্রুতি পালনকল্পে তিনি তার নিজ দলেই শুদ্ধি অভিযান শুরু করেছেন এবং ৪৩ জন এমসিএ কে বের করে দিয়েছেন। তার সমালোচকরাও এসব ব্যবস্থার প্রশংসা করেছেন। এই পটভূমিতে আস্থা ও জনসমর্থন নিয়ে গণপরিষদের অধিবেশন বসতে যাচ্ছে।৯৩

রেফারেন্স: ২৫ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!