দেশ পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান- বঙ্গবন্ধু
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজে অন্যান্যদের সাথে ছাত্রীদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সোমবার বাসস জানায়, বাংলাদেশ ছাত্রলীগের (সিদ্দিকী-মাখন) রোকেয়া ও শামসুন্নাহার হলো শাখার বার্ষিক সম্মেলন উপলক্ষে পাঠানো এক বাণীতে তিনি বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে শান্তি অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সকলের সমবেত প্রচেষ্টার প্রয়োজন। ছাত্রীদেরকে দেশের অর্ধেকাংশে মহিলাদের শক্তিশালী মুখপাত্র বলে অভিহিত করে বঙ্গবন্ধু বলেন, যুদ্ধ বিদ্ধস্ত বাংলাদেশ পুনর্গঠনে সমাজের অন্যান্যদের মতো ছাত্রীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি সম্মেলনের সাফল্য কামনা করেন। এ সম্মেলনে দেশে ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।৯৪
রেফারেন্স: ২৫ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ