You dont have javascript enabled! Please enable it!

আজ আওয়ামী লীগ সাংগঠনিক কমিটির বৈঠক, অসাধু অফিসারদের তালিকা প্রস্তুত

আগামি কয়েকদিনের মধ্যেই দুর্নীতিপরায়ণ কিছু সংখ্যক বড় বড় আমলাকে চাকুরি থেকে বহিষ্কার করা হতে পারে। সরকারি প্রশাসনকে সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত করার জন্য সরকারি অভিযানের ফলেই দুর্নীতিপরায়ণ ও অযোগ্য আমলাদের চাকুরি থেকে বহিষ্কার করা হবে। এনা পরিবেশিত খবরে উল্লেখ করা হয় যে, দুর্নীতিপরায়ণ পদস্থ সরকারি অফিসারদের একটি তালিকা বর্তমানে সরকারের পরীক্ষাধীন রয়েছে। দুর্নীতি পরায়ণ ও অযোগ্য সরকারি আমলাদের এই তালিকাটি চড়ান্ত সিদ্ধান্সের জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে সম্ভবত পেশ করা হবে। চলতি মাস হওয়ার আগেই দুনীতিপরায়ণ ও অযোগ্য পদস্থ অফিসারদের তালিকা প্রকাশ করা হতে পারে। আইটি, বিআইডব্লিউ টি এ ও বাংলাদেশ বিমানের বড় বড় আমলাসহ পাঁচ জন গুরুতপর্ণ পদস্থ অফিসারকে ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত চীফ ইঞ্জিনিয়ারকে একই অভিযোগে বুধবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কয়েক মাস আগে সরকারের গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি সরকারি অফিসারদের বিরুদ্ধে দুর্নীতি ও অযোগ্যতা সম্পর্কে আনীত বিভিন্ন অভিযোগ পরীক্ষা করে দেখছেন। এই কমিটি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য কর্পোরেশনের বহু পদস্থ অফিসারদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সম্পর্কে পরীক্ষা করে দেখছেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ রাজনৈতিক নেতৃবর্গ ইতোপূর্বে দেশের জনগণের কল্যাণে আত্মনিয়োগের জন্য সরকারি কর্মচারীদের বারবার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানি আমলাতান্ত্রিক মনোভাব সম্পূর্ণরূপে পরিহার করে দেশের দুস্থ ও দুর্গত জনগণের প্রকৃত সেবকের ভূমিকায় এগিয়ে আসার জন্য তারা সরকারি অফিসারদের প্রতি বারংবার আহ্বান জানিয়েছেন। সরকারি আমলাদের দুর্নীতিপরায়ণতা ও গণবিরোধী ভূমিকা ও অযোগ্যতার বিরুদ্ধে অনেকবার অনেকভাবেই তাদের সতর্ক করে দেয়া হয়েছে। সরকারের সাথে ঘনিষ্ট সূত্রের খবরে উল্লেখ করা হয়। যে কয়েকজন সচিব এবং বড় বড় সরকারি আমলাসহ দুর্নীতিপরায়ণ ও অযোগ্য অফিসারদের একটি বিরাট তালিকা সরকারের পরীক্ষাধীন রয়েছে।
জিল্লুর রহমানের ঘোষণা : বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান বুধবার রাতে এখানে বলেন, যেসব সরকারি অফিসারের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবাধ্যতার অভিযোগ প্রমাণিত হবে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। সাংবাদিকদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জনাব জিল্লুর রহমান বলেন, দুর্নীতিপরায়ণ আমলাদের একটি তালিকা ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে এবং বর্তমানে তা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দুর্নীতিপরায়ণ ও অযোগ্য আমলাদের থেকে প্রশাসনকে সম্পূর্ণ মুক্ত রাখার জন্য বঙ্গবন্ধুর নির্দেশের পরিপ্রেক্ষিতে দুর্নীতিপরায়ণ ও অযোগ্য আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। জনাব জিল্লুর রহমান বলেন, দুর্নীতিপরায়ণ অফিসারদের তালিকা চূড়ান্ত করা হচ্ছে। এবং শীঘ্রই প্রকাশ করা হবে। তিনি বলেন, দুর্নীতিপরায়ণ অযোগ্য আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলে অন্যান্য সরকারি অফিসার ও কর্মচারীদের পক্ষে তা হবে শিক্ষনীয়। দুর্নীতি ও অযোগ্যতার অভিযোগে পদস্থ সরকারি আমলাদের বহিষ্কার করা হলে প্রশাসনে কোনো বিঘ্ন বা শূন্যতার সৃষ্টি হবে কিনা এরূপ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিষ্ঠাবান ও সৎ তরুণ অফিসারদের নিয়ে প্রশাসন চালানো অনেক সহজ হবে। দুর্নীতিপরায়ণ অফিসারদের চেয়ে সৎ ও নিষ্ঠাবান অফিসারদের নিয়ে প্রশাসন অনেক সহজভাবে চলবে।৯৭

রেফারেন্স: ২৬ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!