You dont have javascript enabled! Please enable it! 1972.09.25 | দরকার হলে বহিষ্কৃত এমসিএদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

দরকার হলে বহিষ্কৃত এমসিএদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান সোমবার বলেন স্বজনপ্রীতি, দুর্নীতি ও চোরাকারবারের অভিযোগ যাদের বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে শাস্তি এড়ানোর জন্যে এমন সব আওয়ামী লীগ কর্মী ও এমসিএদের মধ্যে কেউ কেউ পদত্যাগ করেছেন। তিনি পরিষ্কার ভাবে জানিয়েছেন যে, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তারা শাস্তি এড়াতে পারবে না। বাসস এর সাথে এক সাক্ষাৎকরে তিনি বলেন, আওয়ামী লীগ এ পর্যন্ত ৪৩ জন গণপরিষদ সদস্যকে দল থেকে বহিস্কৃত করেছে। এবং এসব সদস্যদের বিরুদ্ধে নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে। প্রয়োজন হলে তার দল এসব সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে এগিয়ে যাবে।
জনাব জিল্লুর রহমান বলেন, কতিপয় গণপরিষদ সদস্য এবং দলীয় কর্মীর বিরুদ্ধে স্বজনপ্রীতি দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ সম্পর্কে তদন্ত চালানো হচ্ছে। এটা জানতে পেরে তাদের অনেকেই পদত্যাগ করেছেন। পদত্যাগ করা সত্বেও তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তারা শাস্তি এড়াতে পারবে না বলে তিনি জানান। তিনি বলেন, ১৯ জন এমসিএকে দল থেকে বহিষ্কৃত করায় বহুলোক তাদের কাছে অভিনন্দন জানিয়ে পত্র দিচ্ছেন।৯৬

রেফারেন্স: ২৫ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ