জনগণই আওয়ামী লীগের শক্তি
রংপুর। তথ্য ও বেতার দপ্তরের মন্ত্রী জনাব মিজানুর রহমান চৌধুরী আজ এখানে বলেন যে, দেশের জনগণের শক্তির মধ্যেই আওয়ামী লীগের শক্তি নিহিত। আজ সন্ধ্যায় এখানে এক জনসভায় বক্তৃতাকালে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যে অবাঞ্ছিত কানাঘোষা চালানো হচ্ছে জনগণ তা বাঞ্চাল করে দেবে। তিনি বলেন, আওয়ামী লীগের ইমেজ নষ্ট করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের এটি একটি অংশ। এটি বাংলাদেশের সচেতন জনতা এই ষড়যন্ত্র বানচাল করে দেবে। দেশকে গড়ে তোলার জন্য তিনি জনগণের প্রতি কঠোর পরিশ্রমের আহ্বান জানান। তিনি বলেন সোনার বাংলা গড়ে তোলার জন্য আমাদের সোনার মানুষের প্রয়োজন। জনাব মিজানুর রহমান চৌধুরী ঘোষণা করেন যে, বাঙালি জাতীয়তাবাদের চেতনা সম্মুত রেখে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার বজায় রেখে বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশের অর্থনীতি যেহেতু কৃষিভিত্তিক সেজন্য কৃষির উৎপাদন বৃদ্ধি করে কৃষির অর্থনৈতিক বুনিয়াদ জোরদার করতে হবে বলে তিনি উল্লেখ করেন।৮৫
রেফারেন্স: ২২ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ