You dont have javascript enabled! Please enable it! 1972.09.20 | আঞ্চলিকতা নির্মূল করে শিল্পে শান্তি প্রতিষ্ঠায় সরকার দৃঢ় সংকল্প- বঙ্গবন্ধু | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

আঞ্চলিকতা নির্মূল করে শিল্পে শান্তি প্রতিষ্ঠায় সরকার দৃঢ় সংকল্প- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে শ্রমিক শ্রেণির মধ্যে সংকীর্ণ আঞ্চলিকতা ও যেকোনো মূল্যে নির্মূল করে শিল্পক্ষেত্রে শান্তি প্রতিষ্টায়ই তার সরকারের দৃঢ় সংকল্পের কথা ঘোষণা করেছেন। বুধবার রাতে গণভবনে নোয়াখালি জেলা আওয়ামী ও জাতীয় শ্রমিক লীগের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাকালে বঙ্গবন্ধু অত্যন্ত পরিষ্কারভাবে একথা ঘোষণা করেছেন বলে এনা পরিবেশিত এ খবরে উল্লেখ করা হয়। গণভবনে উক্ত প্রতিনিধিদের সাথে আলোচনাকালে বঙ্গবন্ধু ঘোষণা করেন যে যারা শিল্প শ্রমিকদের মধ্যে সংকীর্ণ আঞ্চলিকতা মনোভাব সৃষ্টি করে শিল্প উৎপাদন বিঘ্নিত করছে তাদের নিশ্চিহ্ন করতে সরকার সম্পূর্ণরূপে সক্ষম। নোয়াখালি জেলার আওয়ামী লীগ এ শমিক লীগের নেতৃবৃন্দ চট্টগ্রাম ও আদমজী মিলে উগ্র আঞ্চলিক মনোভাবের জন্য সংগঠিত সংঘর্ষের পর আদমজী মিলে কর্মরত নোয়াখালি জেলায় শ্রমিকদের মনোভাব সম্পর্ককে বঙ্গবন্ধুকে অবগত করেন। নোয়াখালি জেলা আওয়ামী লীগ ও শ্রমিক লীগের এই প্রতিনিধি দলের মধ্যে ছিলেন। নোয়াখালি জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নুরুল হক এমসিএ, নোয়াখালি জেলা আওয়ামী লীগ সম্পাদক জনাব শাহাবুদ্দিন ইস্কান্দার এমসিএ এবং জাতীয় শ্রমিক লীগের জনাব আব্দুর রহমান। বঙ্গবন্ধুর সঙ্গে তাদের এই সাক্ষাৎকারের সময় শ্রমমন্ত্রী জনাব জহুর আহমেদ চৌধুরীও তথায় উপস্থিত ছিলেন। গণভবনে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাতের পর এই প্রতিনিধি দলের একজন মুখপাত্র এনাকে জানান যে, শিল্প শ্রমিকদের মধ্যে সৃষ্ট সংকীর্ণ আঞ্চলিক মনোভাব সম্পূর্ণরূপে নির্মূল করার সংকল্পের কথা ঘোষণা করে বঙ্গবন্ধু তাদের জেলার সকল শ্রমিককে তাদের নিজ নিজ কাজে যোগ দেয়ার নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন যে, সরকার শিল্পে শান্তি বজায় রাখতে সংকল্পবদ্ধ। যে কোনো মূল্যে শিল্পে শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত রাখা হবে।৭৭

রেফারেন্স: ২০ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ