You dont have javascript enabled! Please enable it!

সাধারণ পরিষদের অধিবেশন শুরু, বাংলাদেশের জাতিসংঘভুক্তির প্রশ্ন আলোচিত হবে

জাতিসংঘ। যুদ্ধসমস্যা হিংসাদ্বেষ জর্জরিত বিশ্বের অনেক আশা আকাংখা আর সম্ভাবনা নিয়ে আজ জাতিসংঘের সাধারণ পরিষদের ২৭তম অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনের বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিগণ বিশ্বকে নতুনভাবে গড়ে তোলার জন্য যুদ্ধদ্বন্দ্ব সমস্যার অবসানের প্রস্তাব নিয়ে অংশগ্রহণ করছেন নতুন অঙ্গীকারের আশায়। ভারতীয় প্রতিনিধি জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশনে যোগ দিচ্ছেন জাতিসংঘের বিশ্বের অষ্টম জনবহুল একটি নবজাতরাষ্ট্র বাংলাদেশের অন্ত ভুক্তির প্রস্তাব নিয়ে। ভারতীয় প্রতিনিধির কাছে এই অধিবেশনে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রস্তাবই সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। জাতিসংঘের বাংলাদেশের আসন লাভের ন্যায় সঙ্গত দাবি পেশ করার উদ্দেশ্য নিয়েই ভারতীয় প্রতিনিধি সাধারণ পরিষদের চলতি সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন বলে আজ নয়াদিল্লিতে একজন সরকারি মুখপাত্র উল্লেখ করেন।
যুগোস্লাভিয়া বাংলাদেশের জাতিসংঘভুক্তির প্রশ্নটি সাধারণ পরিষদের অধিবেশনের আলোচ্যবিষয় সূচির অন্তর্ভুক্ত করার জন্য ইতোপূর্বে জাতিসংঘের জেনারেল কমিটিকে অনুরোধ জানিয়েছেন। সাধারণ পরিষদের চলতি অধিবেশনে বাংলাদেশের জাতিসংঘভুক্তির প্রশ্নটি আলোচ্য বিষয়সূচির অন্তর্ভুক্ত হয়েছে বলে নিউইয়র্ক থেকে পাওয়া এক খবরে জানা গেছে। এই খবরে বলা হয়, চীনা প্রতিনিধি প্রচন্ড বিরোধীতা সত্বেও জেনারেল কমিটি সাধারণ পরিষদের আলোচ্য বিষয়সূচিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি প্রশ্ন সন্নিবেশিত করা হয়েছে।৭৪

রেফারেন্স: ১৯ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!