You dont have javascript enabled! Please enable it!

মুজিববাদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন করার আহ্বান

সিলেট। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব নূরে আলম সিদ্দিকী বঙ্গবন্ধুর মুজিববাদের আদর্শকে সাফল্যমন্ডিত করার জন্যে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করার আহ্বান জানান। স্থানীয় রেজিস্ট্রি অফিস ময়দানে এক জনসভায় ভাষণ দানকালে তিনি বঙ্গবন্ধু সরকারের পদস্থ আমলাদের সমালোচনা করেন। তিনি ১৫ দিনের মধ্যে চালের দাম কমিয়ে মণ প্রতি ৫০ টাকা করার দাবি জানান। দুর্নীতিবাজ এমসিএ, মজুতদার ও মুনাফাখোরদের সমালোচনা করে তিনি এদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান। জনাব নূরে আলম সিদ্দিকী পূর্ণ রেশনিং ব্যবস্থা কায়েম এবং দেশের সমাজবিরোধী ব্যক্তিদের বিচার ও শাস্তিদানের জন্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।৭৬

রেফারেন্স: ১৯ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!