You dont have javascript enabled! Please enable it!

বিদেশে বাংলাদেশের শিল্প সংস্কৃতি প্রসার হওয়ার দরকার

শিল্প ও সংস্কৃতি বাঙালি জাতির অমূল্য সম্পদ গুলোর অন্যতম। বাংলাদেশের ভাবাদর্শ তুলে ধরার জন্য বিদেশে শিল্প ও সংস্কৃতি প্রচার হওয়া খুবই গুরুত্বপূর্ণ। গত শনিবার বিকেলে হোটেল ইন্টারকনে দুই দিন স্থায়ী আসমা কিবরিয়ার একক চিত্র প্রদর্শনী উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ একথা বলেন। স্বাধীনতা বাঙালি জাতিকে তার সাংস্কৃতিক জীবন উন্নয়নের পূর্ণ সুযোগ এনে দিয়েছে বলে তিনি জানান। জনাব সামাদ শিল্পের গুরুত্ব উল্লেখ করে বলেন, শিল্প জীবনেরই প্রতিফলন এবং সংস্কৃতি সভ্যতার উন্নয়নে এটা একটি গুরুত্বপূর্ণ উপাদান। দেশের সাংস্কৃতিক তৎপরতা চালানো প্রয়োজন। বিদেশে আমাদের সাংস্কৃতির প্রচার হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বৈদেশিক সম্পর্কের একটা উদ্দেশ্য হলো, বিদেশে বাংলাদেশের জনগণের শিল্প চেতনার প্রতিফলন তুলে ধরে আমাদের দেশের ভাবমূর্তি গড়ে তোলা।৬৭

রেফারেন্স: ১৭ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!