গণভবনে মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে বঙ্গবন্ধুর দীর্ঘ বৈঠক
শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম ও মন্ত্রীসভার অন্যান্য সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। দেশের সার্বিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আলোচনা ছাড়াও মন্ত্রীপরিষদের সদস্যদের সঙ্গে বঙ্গবন্ধু গণপরিষদের আগামি অধিবেশনের সম্ভাব্য তারিখ। নির্বাচনী কর্মসূচি চূড়ান্তকরণ এবং খসড়া শাসনতন্ত্রের বিষয়েই প্রধানত আলোচনা করেন। খাদ্য সরবরাহ পরিস্থিতি এবং অত্যাবশ্যকীয় জিনিসপত্রের সরবরাহের বিষয়েও আলোচনা হয় বলে এনা পরিবেশিত এ খবরে উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকাল ১০টায় গণভবনে উপস্থিত হন এবং সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে ৪০ মিনিট ধরে একান্তভাবে আলোচনা করেন। পরে মন্ত্রীসভার অন্যান্য সদস্যগণও আলোচনায় যোগ দেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে, শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুকে ইতোপূর্বে গৃহীত অর্থাৎ চিকিৎসার জন্যে বঙ্গবন্ধু বিদেশে থাকা কালে গৃহীত ব্যবস্থাদী সম্পর্কে অবহিত করেন। এবং যেসকল বিষয় বঙ্গবন্ধুর সিদ্ধান্ত বা অনুমোদনের অপেক্ষায় রয়েছে সেগুলি অবহিত করেন। উক্ত সূত্রে আরো জানানো হয় যে, বঙ্গবন্ধু মন্ত্রী পরিষদের সদস্যবর্গের সঙ্গে আরো কয়েকদিন ধরে আলোচনা করবেন। মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে আলোচনার পরেই গণপরিষদের আগামি অধিবেশনের সম্ভাব্য তারিখ আগামি সাধারণ নির্বাচনের কর্মসূচি, ভবিষ্যৎ শিল্পনীতি প্রভৃতি জাতীয় বিষয় সম্পর্কে সিদ্ধান্ত ঘোষিত হতে পারে।৫৬
রেফারেন্স: ১৫ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ