You dont have javascript enabled! Please enable it! 1966.03.20 | রাজনীতিতে কোন সংক্ষিপ্ত পথ নাই - শেখ মুজিব | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

কোন সংক্ষিপ্ত পথ নাই

শেখ মুজিবর রহমান ঘােষণা করেন যে, ৬-দফার প্রশ্নে কোনও আপােষ নাই। রাজনীতিতেও কোন সংক্ষিপ্ত পথ নাই। নেতৃবৃন্দের ঐক্যের মধ্যেও আওয়ামী লীগ আর আস্থাশীল নয়। নির্দিষ্ট আদর্শ ও সেই আদর্শ বাস্তবায়নের জন্য নিবেদিতপ্রাণ কর্মীদের ঐক্যেই বিশ্বাস করে। আওয়ামী লীগ নেতার দল নয়—এ প্রতিষ্ঠান কর্মীদের প্রতিষ্ঠান। এপ্রতিষ্ঠান জনক মরহুম হােসেন শহীদ সােহরাওয়ার্দী কর্মীদের প্রাণাধিক প্রিয় মনে করিতেন। এ প্রতিষ্ঠানের প্রতিটি কর্মী আমার কাছে সহােদর ভাই-এর মত। শহীদ সােহরাওয়ার্দী এ প্রতিষ্ঠানের নেতা, তাঁর নীতিই আমাদের আদর্শ। আওয়ামী লীগ কর্মীদের চরম ত্যাগ স্বীকারের জন্য আহ্বান জানাইয়া শেখ মুজিব বলেন যে, এদেশে আওয়ামী লীগ সবসংগ্রামেরই বাণী প্রথম বহন করিয়াছে।সংগ্রামে তাহারা নির্যাতন ভােগ করিয়াছে সত্য; কিন্তু সংগ্রাম তাহাদের ব্যর্থ হয় নাই। ৬-দফার সংগ্রামও ব্যর্থ হইবে না। ত্যাগ ও তিতিক্ষার দ্বারা এ সংগ্রামকেও আমরা সার্থক করিয়া তুলিব। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই।

রেফারেন্স: দৈনিক ইত্তেফাক, ২০ মার্চ ১৯৬৬