দেশপ্রেমিক কে? ৬-দফার সমালােচকরা?—ওরা তাে
বহুরূপী : রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার আলােকে দেশবাসীর নিকট
৬-দফার প্রশ্নে শেখ মুজিবের কৈফিয়ত
(ষ্টাফ রিপাের্টার)
পূর্ব পাকিস্তানের আজিকার অবস্থা যদি পশ্চিম পাকিস্তানের হইত, আর পশ্চিম পাকিস্তানের অবস্থা যদি পূর্ব পাকিস্তানের হইত, তাহা হইলে আমরা কি করিতাম’ দফাওয়ারীভাবে এই প্রশ্নের জবাব দিয়া গতকল্যকার আওয়ামী লীগ কাউন্সিল। অধিবেশনে শেখ মুজিবর রহমান বলেন, “এমনি উদারতা, এমন নিরপেক্ষতা পাকিস্তানের দুই অঞ্চলের মধ্যে এমন ইনসাফ-বােধই পাকিস্তানী দেশপ্রেমের। বুনিয়াদ। এটা যার মধ্যে আছে কেবল তিনিই দেশপ্রেমিক। যে নেতার মধ্যে এই দেশ প্রেম আছে, কেবল তিনিই পাকিস্তানের উভয় অঞ্চলের নেতৃত্বের যােগ্য। যে। নেতা বিশ্বাস করেন, দুইটি অঞ্চল আসলে পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রীয়দেহের দুই চোখ, দুই কান, দুই নাসিকা, দুই পাটি দাঁত, দুই হাত, দুই পা, যে নেতা বিশ্বাস করেন পাকিস্তানকে শক্তিশালী করিতে হইলে এইসব জোড়ার দুইটিকেই সমান সুস্থ ও শক্তিশালী করিতে হইবে; যে নেতা বিশ্বাস করেন, পাকিস্তানের এক অঙ্গ দুর্বল হইলে গােটা পাকিস্তানই দুর্বল হইয়া পড়ে; যে নেতা বিশ্বাস করিতে চায় তারা পাকিস্তানের দুশমন; যে নেতা দৃঢ় ও সবল হস্তে সেই দুশমনদের শায়েস্তা করিতে প্রস্তুত আছেন, কেবল তিনিই পাকিস্তানের জাতীয় নেতা হইবার অধিকারী। কেবল তাঁরই নেতৃত্বে পাকিস্তানের ঐক্য অটুট ও শক্তি অপরাজেয় হইবে। পাকিস্তানের মত বিশাল ও অসাধারণ রাষ্ট্রের নায়ক হইতে হইলে নায়কের অন্তরও হইতে হইবে বিশাল ও অসাধারণ। আশা করি, আমার পশ্চিম পাকিস্তানী ভাইরা এই মাপকাঠিতে আমার ৬-দফা কর্মসূচীর বিচার করিবেন। তা যদি তারা। করেন, তবে দেখিতে পাইবেন, আমার এই ৬-দফা শুধু পূর্ব পাকিস্তানের বাঁচার দাবী নয়, গােটা পাকিস্তানের বাঁচার দাবী।”
রেফারেন্স: দৈনিক ইত্তেফাক, ১৯ মার্চ, ১৯৬৬